Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বাবা হলেন নারী সমকামী প্রধানমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারী ২০১৯, ১২:৪৩ PM
আপডেট: ২৫ ফেব্রুয়ারী ২০১৯, ১২:৪৩ PM

bdmorning Image Preview


সার্বিয়ার নারী প্রধানমন্ত্রী আনা ব্রানবিচ সমকামী। নিজের সঙ্গীকেও তিনি কখনো আড়াল করেননি। এবার সঙ্গীর পুত্র সন্তান জন্ম দানের মাধ্যমে তিনি ‘বাবা’ হয়েছেন। এমনটিই জানিয়েছেন আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম। 

বুধবার প্রধানমন্ত্রী সচিবালয় থেকেই জানানো হয়েছে যে, ডেলিভারি ভালোভাবেই হয়েছে, সন্তানও সুস্থ রয়েছে। এর মাধ্যমে এক নতুন ইতিহাস তৈরি করলেন সার্বিয়ান প্রধানমন্ত্রী ও তার পার্টনার। কারণ ওই দেশে সমলিঙ্গে বিবাহ এখনও বৈধ নয়। 

২০১৭ সালে প্রধানমন্ত্রী হন আনা ব্রানবিচ। প্রথম থেকেই সামনে এনেছেন তার নারী সঙ্গীকে। গার্ডিয়ান, সার্বিয়া মানিটর, ইউরো নিউজ।

প্রসঙ্গত, ফেব্রুয়ারিতে বেলগ্রেডে এলজিবিটি সেন্টারে এ দু‘বার হানা হয়েছে। সে সময় তিনি বলেছিলেন, ‘আমি আমার ব্যক্তিগত মত এই সময় বলতে চাই না আমি এখানে প্রধানমন্ত্রী হিসেবে এসেছি, যে সার্বিয়া সরকারের প্রতিনিধি।’ এই মুহূর্তে এলজিবিটি মুভমেন্ট নিয়ে সার্বিয়ায় বড়সড় আন্দোলন চলছে। যাতে পক্ষ ও প্রতিপক্ষ দু‘দলই নিজেদের মত থেকে সরে আসতে নারাজ।

Bootstrap Image Preview