Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

টাইব্রেকারে চেলসিকে হারিয়ে শিরোপা জিতল ম্যানসিটি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারী ২০১৯, ১০:২৫ AM
আপডেট: ২৫ ফেব্রুয়ারী ২০১৯, ১০:২৫ AM

bdmorning Image Preview


রবিবার ঐতিহ্যপূর্ণ ওয়েম্বলি স্টেডিয়ামে লিগ কাপ বা কারাবাও কাপের ফাইনালে চেলসিকে হারিয়ে নতুন বছরে প্রথম ট্রফি জিতল ইংলিশ চ্যাম্পিয়ন ম্যানচেষ্টার সিটি। নির্ধারিত সময়ের খেলা ড্র হওয়ায় টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জয় কাপ ঘরে তোলে সিটি।

শেষ সাক্ষাত্‍কারে লিগের ম্যাচে চেলসিকে চূর্ণ করেছিল সিটি। ফলে এই ম্যাচ শুরু হওয়ার আগে বিশেষজ্ঞদের তালিকায় ফেভারিট ছিল গুয়ারদিওলার ছেলেরাই। তবে ফাইনাল ম্যাচ জেতা সহজ হল না তাদের পক্ষে। নির্ধারিত, অতিরিক্ত সময় পার করে টাইব্রেকারে জয় পেল তারা। কেরিয়ায়ে কোচ হিসাবে ২৫তম খেতাব জিতলেন গুয়ারদিওলা।

ম্যাচের শুরুতে অবশ্য চাপ ছিল সিটিরই। কিন্তু প্রথমার্ধে সেই চাপ গোলে বদলাতে পারেননি অ্যাগুয়েরোরা। অন্যদিকে ডিফেন্সকে জমাট রাখাই মূল উদ্দেশ্য ছিল চেলসির।

তবে দ্বিতীয়ার্ধের খেলা পুরোটাই ওপেন। দু'দলই গোলের জন্য চাপ বাড়ায়। তবে শেষদিকে খিদেটা বেশি ছিল চেলসিরই। হ্যজার্ড, কান্তেরা সুযোগ পেলেও গোল করতে পারেননি। ফলে খেলা যায় অতিরিক্ত সময়ে।

অতিরিক্ত যময়ে চেলসির চাপ থাকলেও, সহজ সুযোগ পেয়েছিলন অ্যাগুয়েরো। কিন্তু গোলে বল রাখতে ব্যর্থ হন তিনি।

Bootstrap Image Preview