Bootstrap Image Preview
ঢাকা, ০৯ বৃহস্পতিবার, মে ২০২৪ | ২৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সিরিয়ায় আইএস এর পুতে রাখা মাইন বোমা বিস্ফোরণে নিহত ২৪

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:৪৯ AM
আপডেট: ২৫ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:৪৯ AM

bdmorning Image Preview


সিরিয়ায় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) পুতে রাখা মাইন বোমা বিস্ফোরণে একটি ভ্যানগাড়িতে থাকা ২৪ জন শ্রমিক নিহত হয়েছেন।

রবিবার (২৪ ফেব্রুযারি) সালামিয়েহের কেন্দ্রীয় শহরের কাছে এই বোমা হামলার ঘটনা ঘটে। এলাকাটি আইএসের নিয়ন্ত্রণে থাকাকালীন সময়েই মাইন বোমাগুলো পুতে রাখা হয়েছিল বলে ধারণা করছে কর্তৃপক্ষ।

সিরিয়া ও পাশ্ববর্তী ইরাকের প্রায় সব এলাকাতেই আইএসের আধিপত্য ছিল। সেখান থেকে তারা চলে গেলেও তাদের রাখা এসব বোমা ও ফাঁদগুলো রয়ে গেছে। এগুলো এখনও পুরোপুরি পরিষ্কার করা হয়নি।

প্রসঙ্গত, সিরিয়ায় ফেব্রুয়ারির শুরুতেই পুতে রাখা মাইন বোমা বিস্ফোরণে প্রায় সাতজন মারা গিয়েছিল।

Bootstrap Image Preview