Bootstrap Image Preview
ঢাকা, ৩০ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

'নারী শিক্ষা ও উন্নয়নে বাংলাদেশ আজ রোল মডেল'

ইলিয়াস হোসেন, পাটকেলঘাটা ( সাতক্ষীরা) প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:২১ PM
আপডেট: ২৪ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:২২ PM

bdmorning Image Preview


সাতক্ষীরা জেলা প্রশাসক এস.এম. মোস্তফা কামাল বলেছেন, নারী শিক্ষা অধিকার ও উন্নয়নে বাংলাদেশ এখন রোল মডেল।

রবিবার (২৪ ফেব্রুয়ারি) বিকাল ৪ টায় পাটকেলঘাটার খলিষখালীর চোমরখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে 'মা সমাবেশে' প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, বর্তমান সমাজ ব্যবস্থায় নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। তাই নারীদের প্রতি আমাদের যোগ্য সম্মান প্রদর্শন করতে হবে। মাদক জঙ্গীবাদ, বাল্যবিবাহ ও যৌন হয়রানি প্রতিরোধে সমাজের প্রত্যেকটি মাকে সচেতন হতে হবে। নারীরা শারীরিক বা মানসিকভাবে নির্যাতিত হলে আমাদেরকে জানাবেন। আমরা তদন্ত পূর্বক তাৎক্ষনিক আইনগত ব্যবস্থা গ্রহন করব।

এসময় অভিভাবকদের প্রতি তাদের সন্তানদের জীবন গঠনে তিনি বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।

তালা উপজেলার শিক্ষা, সাংস্কৃতি ও কৃষির প্রশংসা করে তিনি বলেন, আমার জানামতে তালা উপজেলা একটি সমৃদ্ধ উপজেলা। বিভিন্ন খাতে এই উপজেলার সমৃদ্ধি ধরে রাখতে হলে সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে। মাদক, জঙ্গীবাদ, বাল্যবিবাহ, যৌন হয়রানি এগুলো সমাজের এক একটি ব্যাধি। এই ব্যাধি থেকে সমাজকে মুক্ত করতে হলে নারীদেরকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। সে জন্য উপযুক্ত বয়সের আগে কোন নারীকেই বিয়ে দেওয়া যাবে না।

এসময় তিনি বাংলাদেশ সরকারের জাতীয় ও নারী অধিকার বাস্তবায়নে আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন কর্মকাণ্ড সম্মুখে তুলে ধরেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, খলিষখালী ইউপি চেয়ারম্যান সাংবাদিক মোজাফ্ফার রহমান।

বিশেষ অতিথির বক্তব্যকালে তিনি খলিষখালী ইউনিয়নের বিভিন্ন সমস্যা ও জন দুর্ভোগের কথা জেলা প্রশাসক মহোদয়ের কাছে তুলে ধরেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি সাধারণ মানুষের দুঃখ দুর্দশার কথা শোনার জন্য গণ শুনানী করেন। 

Bootstrap Image Preview