Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মতলব উত্তরে জেলেদের মাঝে চাউল বিতরণ

জাকির হোসেন বাদশা, মতলব (চাঁদপুর) প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:০৮ PM
আপডেট: ২৪ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:০৮ PM

bdmorning Image Preview


মতলব উত্তরে ফরাজীকান্দি ইউনিয়ন পরিষদের ১ হাজার ৫'শ ৫ জন তালিকাভুক্ত জেলে পরিবারের মাঝে ৪০ কেজি করে ৬০ দশমিক ২০০ মেট্টিকটন চাউল বিতরণ করা হয়েছে।

রবিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে এ চাউল বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদ সচিব নাছির আহমেদ খান, আওয়ামী লীগ নেতা রমিজ উদ্দিন শিশির, মানছুর আহমেদ, প্যানেল চেয়ারম্যান হালিম সরকার, মো. সালাউদ্দিন, ইউপি সদস্য খোকন প্রধান, নাছির হোসেন মুন্সি, জাকির হোসেন, ইসমাইল হোসেন, মৎস্য প্রতিনিধি ওমর আলীসহ আরো অনেকে।

চাউল বিতরণ পূর্বে প্যানেল চেয়ারম্যান মো. সালাউদ্দিন বলেন, জননেত্রী শেখ হাসিনার সরকার গরিব বান্ধব সরকার। বাংলাদেশ মধ্য আয়ের দেশ এবং ২০৪১ সনের মধ্যে উন্নত দেশের সমকক্ষ হবে। আওয়ামী লীগ ক্ষমতায় এলে গরিবের  মুখে হাসি ফোটে।

তিনি আরও বলেন, বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের ধারাবাহিকতা অব্যাহত রাখতে ২ মাস সকল ধরনের মাছ ধরা বন্ধ রেখেছে। ইলিশ রক্ষায় সময় যাতে কোন জেলে নদীতে জাল না ফেলতে পারে সেদিকে খেয়াল রেখে বিশেষ বরাদ্দের চাউল বিতরণ করছে।

Bootstrap Image Preview