Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পাকিস্তানকে কাবু করার ইচ্ছে ভারতকে ভুলে যেতে হবে: পাক পররাষ্ট্রমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারী ২০১৯, ০৮:৪৪ PM
আপডেট: ২৪ ফেব্রুয়ারী ২০১৯, ০৮:৪৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত


পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ কোরাইশী বলেছেন, আমাদেরকে নিয়ন্ত্রণ বা কাবু করার কোনো ইচ্ছে যদি ভারতের থাকে, তাহলে বিষয়টি তাদের ভুলে যেতে হবে।

রবিবার(২৪ ফেব্রুয়ারি) ইসলামাবাদে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি বলেন, পাকিস্তান একটি শান্তিবাদী দেশ। প্রতিবেশী দেশের সঙ্গে পাকিস্তান শান্তিপূর্ণ অবস্থানে থাকতে চায়। কিন্তু আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, ভারত যে যুদ্ধের পরিবেশ তৈরি করতে চাইছে, তা দ্রুত বন্ধ করতে হবে। কাশ্মীর ইস্যুতে চলমান পাক-ভারত উত্তেজনাকে কেন্দ্র করে এ কথা বললেন পাক পররাষ্ট্রমন্ত্রী।

মাহমুদ কোরাইশী বলেন, কাশ্মীর ইস্যুতে পুরো জাতি এক হয়েছে। পাকিস্তানের সেনা, রাজনৈতিক দল এমনকি শিশুরাও কাশ্মীরের স্বাধীনতার পক্ষে। ভারত যেন এদিকে তাকাবারও দুঃসাহস না করে। পুরো কাশ্মীরজুড়ে এখন ভীতিকর পরিস্থিতি বিরাজ করছে। ভারতীয় বাহিনী নিরীহ নাগরিকদের বিনা অপরাধে গ্রেফতার চালাচ্ছে। কাশ্মীরি জনগণের বাড়িঘরে লুটপাট করছে।

কাশ্মীরের নতুন প্রজন্ম যে কোনো মূল্যে স্বাধীনতা অর্জন করবে জানিয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, এদেরকে কোনোভাবে দমিয়ে রাখা ভারতের পক্ষে সম্ভব হবে না।

রাজনৈতিক ফায়দা হাসিলের জন্যই ভারতীয় জনতা পার্টি (বিজেপি) যুদ্ধপরিস্থিতি তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেন মাহমুদ কোরাইশী।

পাক পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুদ্ধ কোনো ভালো কাজ নয়। আমার জানামতে সুস্থ চিন্তার বিবেকবান মানুষও ভারতে রয়েছে। ভারত সরকারকে তারা চিন্তাভাবনা করে কাজ করার আহ্বান জানাবেন বলে আমি মনে করি।

প্রসঙ্গত, গত ১৪ ফেব্রুয়ারি জম্মু-কাশ্মীরের পুলওয়ামা জেলায় সন্ত্রাসী হামলায় ৪০ জনের বেশি সিআরপিএফ জওয়ান নিহত হয়। জঙ্গি সংগঠন জইশ-ই-মোহাম্মদ এই ঘটনার দায় স্বীকার করার পরই ভারত জঙ্গি হামলার ইস্যুতে পাকিস্তানের ওপর দায় চাপায়। যদিও ইমরান খানসহ পাকিস্তান এই হামলার দায় অস্বীকার করেছে। ভারত কোনও আক্রমণ চালালে তা কঠোরভাবে প্রতিহত করার ঘোষণা দিয়েছে পাকিস্তান।

Bootstrap Image Preview