Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চট্টগ্রামে ৩ দিনব্যাপী বসন্তমেলা শুরু

বশির আলমামুন, চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:৩৯ PM
আপডেট: ২৪ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:৩৯ PM

bdmorning Image Preview


চট্টগ্রাম উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্টির উদ্যোগে শুরু হয়েছে ৩ দিনব্যাপী বসন্তমেলা শুরু হয়েছে।

রবিবার ২৪ ফেব্রুয়ারি প্রথম দিন সকাল ১১ টায় নগরীর আগ্রাবাদস্থ চট্টগ্রাম উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সেমিনার হলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৩ দিনব্যাপী বসন্ত মেলা-১৪২৫ এর শুভ উদ্বোধন ঘোষণা করেন দৈনিক আজাদী’র পরিচালনা সম্পাদক জনাব ওয়াহেদ মালেক। উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট আবিদা মোস্তফা, ভাইস-প্রেসিডেন্ট জেসমিন আক্তার, ডা. মুনাল মাহবুব, মেলা কমিটির চেয়ারম্যান ও পরিচালক রেবেকা নাসরিন, পরিচালক নিশাত ইমরান, নূজহাত নূয়েরী কৃষ্টি, রোজিনা আক্তার লিপি, মোস্তারী মোর্শেদ স্মৃতি, ফেরদৌস ইয়ামসিন খানম, প্রাক্তন পরিচালক নূর আক্তার জাহান-সহ সিডব্লিওসিসিআই এর সদস্যবৃন্দ এবং মেলায় অংশগ্রহণকারী নারী উদ্যোক্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

মেলার আয়োজক কমিটি জানায় মেলায় বিভিন্ন ধরনের ছোট-বড় সকলের তৈরি পোশাক, কসমেটিকস্, পিঠা-পায়েস, আঁচার, বাঙালি জাতির ঐহিত্যবাহী শাড়ী, থ্রী-পিস, সালোয়ার-কামিজ এবং দৈনন্দিন প্রয়োজনীয় সকল ধরনের পণ্যের সংগ্রহ নিয়ে আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সকলের জন্য মেলা উন্মুক্ত থাকবে।

Bootstrap Image Preview