Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মাঝ আকাশেই বাংলাদেশ বিমানের উড়োজাহাজ ছিনতাইয়ের চেষ্টা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:৩৭ PM
আপডেট: ২৪ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:৩৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত


বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ ছিনতাইয়ের চেষ্টা করে দুর্বৃত্তরা। এরপর চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি জরুরি অবতরণ করেছে। যার ফ্লাইট নম্বর ১৪৭।

বিমানটি ঘিরে রেখেছে পুলিশ। উড়োজাহাজের ভেতরে অস্ত্রধারী সন্ত্রাসী রয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে সকল যাত্রীকে নিরাপদে নামিয়ে আনা হয়েছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি।

রবিবার বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে জরুরি অবতরণ করে বিমানটি।

বিমানবন্দরের একাধিক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। বর্তমানে সেখানে বিমান ওঠানাম বন্ধ রয়েছে।

জানা যায়, বিমানটি ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাই যাচ্ছিলো।

Bootstrap Image Preview