Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বড়াইগ্রামে অগ্নিকাণ্ডে ৫ বাড়ির ২০ ঘর পুড়ে ছাই

অমর ডি কস্তা, নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:৩০ PM
আপডেট: ২৪ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:৩০ PM

bdmorning Image Preview


নাটোরের বড়াইগ্রামের নগর ইউনিয়নের চেয়ারম্যান পাড়ায় ৫ বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২০টি ছোট-বড় ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

রবিবার দুপুর ১২টার দিকে মাতেব আলীর ঘর থেকে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়ে তা আশে-পাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নাটোর, বনপাড়া, লালপুর ফায়ার সার্ভিসের ৬টি গাড়ি এসে আগুন নিয়ন্ত্রণ করে।

স্থানীয়রা জানায়, আগুন লাগার পর পরই এলাকাবাসী এসে মহিলা, বৃদ্ধ ও শিশুদের নিরাপদে সরিয়ে নেয়া হয়। তারপর ঘরের মালামাল সরানোর চেষ্টা করলেও তাতে কোন লাভ হয়নি। দ্রুত আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। আগুনে মাতেব আলী, শুকুর আলী, বেনু বেওয়া, আবেদ আলী ও তালেম সেখের শোবার ঘর, গোয়াল ঘর, রান্না ঘরসহ ছোট-বড় কমপক্ষে ২০টি কাঁচা ও টিনের ঘর পুড়ে ছাই হয়ে যায়।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, ইউএনও মো. আনোয়ার পারভেজ, নগর ইউপি আ’লীগের সভাপতি ইয়াসিন আলী প্রামাণিক।

ইউপি চেয়ারম্যান নিলুফার ইয়াসমিন ডালু ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ক্ষতিগ্রস্থরা খুবই দরিদ্র। তারপর সব পুড়ে ছাই।

তিনি তাৎক্ষণিকভাবে নগদ অর্থ ও চাল-ডাল সংগ্রহ করে ক্ষতিগ্রস্থদের মধ্যে বিতরণ করেছেন।

Bootstrap Image Preview