Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শ্যামনগরে বাল্যবিবাহ নির্মূলে সচেতনতা সৃষ্টিতে ছাত্রীদের সাইকেল র‌্যালি

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:২৭ PM
আপডেট: ২৪ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:২৭ PM

bdmorning Image Preview


সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বাল্যবিবাহ নির্মূলে ছাত্রীদের বাই-সাইকেল র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

রবিবার সকালে সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে সুশীলন নবযাত্রা প্রকল্পের বাস্তবায়নে ১৮’র আগে বিয়ে নয় শ্লোগানে র‌্যালিটি অনুষ্ঠিত হয়।

সুন্দরবন সংলগ্ন মুন্সিগঞ্জ-শ্যামনগর প্রধান সড়কে ব্যানার ফেস্টুনসহ সাইকেল র‌্যালি শেষে বিদ্যালয়ের হল রুমে প্রধান শিক্ষক প্রশান্ত কুমার বৈদ্যের সভাপতিত্বে আলোচনাসভায় অতিথির বক্তব্য রাখেন শিক্ষক ও সাংবাদিক রনজিৎ বর্মন, বিদ্যালয়ের হিন্দুধর্মীয় শিক্ষক লিপিকা রায়, মনিকা সরকার, সুশীলন মুন্সিগঞ্জ ইউপির জেন্ডার অর্গানাইজার খোকন চন্দ্র হালদার, জেন্ডার অর্গানাইজার মাসুম বিল্যা, বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী লামিয়া পারভীন, ১০ম শ্রেণির ফারহানা সুলতানা, ৯ম শ্রেণির ফতেমা খাতুন প্রমুখ।

সভায় ছাত্রীদের বাল্যবিবাহ করবে না ও বাল্যবিবাহ দিবে না এই মর্মে শপথ বাক্য পাঠ করানো হয়। আলোচনা সভায় বক্তারা ছাত্রীদের বাল্য বিবাহের কুফল তুলে ধরেন।

Bootstrap Image Preview