Bootstrap Image Preview
ঢাকা, ৩০ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দিনাজপুরের ফুলবাড়ীতে ৩ দিনব্যাপী তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত

মোঃ হারুন-উর-রশীদ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:০৪ PM
আপডেট: ২৪ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:০৪ PM

bdmorning Image Preview


দিনাজপুর ফুলবাড়ী উপশহর মাঠে দারুল উলুম ও দারুত তাসলীমাহ্ বালক-বালিকা মাদ্রাসা এবং বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী একাডেমীর যৌথ উদ্যোগে তিন দিনব্যাপী তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত ২১ শে ফেব্রুয়ারি হতে আরাম্ভ হওয়া তিন দিনব্যাপী তাফসিরুল কুরআন মাহফিল ও সুন্নত শিক্ষার ইজতেমা ২৩ ফেব্রুয়ারি তৃতীয় দিনের অনুষ্ঠান।

মধ্যরাতে আখিরি মোনাজাতের মধ্য দিয়ে সমাপ্ত হয়েছে। সমাপনী অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে কুরআন সুন্নার আলোকে বক্তব্য রাখেন আল্লামা মুহাম্মাদ জাফরুল্লাহ খান সাহেব।

তৃতীয় দিনের তাফসীরুল কুরআন মাহফিলের সমাপ্ত অনুষ্ঠানে আলহাজ্ব মোঃ মেহেরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব মনসুর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও আনন্দ টিভি দিনাজপুর প্রতিনিধি মোঃ হারুন উর রশীদ, সততা কম্পিউটার এর সত্ত্বাধিকারী রাসেল পাভেজ, জুয়েলারী শিল্প শ্রমিক সংগঠনের আহ্বায়ক মানিক মন্ডল, ওয়ান ডায়গনিস্টিক সেন্টারের মালিক হাসান ফরিদ, নর্থ পয়েন্ট স্কুল পরিচালক ইমম রেজা, হাজী মোঃ মাসুদ, ডা. এএসকে সাদেক, শাহ রেস্টুরেন্টের মালিক জাহাঙ্গীর আলম, সমাজসেবক ও উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আবু মুসা।

তাফসীরুল কুরআন মাহফিল ও সুন্নত শিক্ষার ইজতেমায় এলাকার হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন।

Bootstrap Image Preview