Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কুমিল্লায় আবার ভয়াবহ আগুন, ৭ দোকান পুড়ে ছাই

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:০২ PM
আপডেট: ২৪ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:০২ PM

bdmorning Image Preview
সংগৃহীত


চকবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডের ক্ষত না শুকাতেই আজ রবিবার কুমিল্লার মুরাদনগর উপজেলার নবীয়াবাদ ময়না সুপার মার্কেটে আগুন লেগে সাতটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

প্রত্যক্ষদর্শী ব্যবসায়ী লিটন মিয়া বলেন, সকালে একদল লোক মাছ নিয়ে যাওয়ার পথে আগুন, আগুন বলে চিৎকার করতে থাকেন। তখন উঠে এসে দেখি দোকানগুলো আগুনে পুড়ে যাচ্ছে। নিভানোর অনেক চেষ্টা করেও কোনো কাজ হয়নি। আমার দোকানে কসমেটিকস ও কনফেকশনারি মালামাল ছিল। কিছুই বাইর করতে পারিনি। সব পুড়ে গেছে। ময়না সুপার মার্কেটে এক সারির সাতটি দোকান পুড়েছে। তার মধ্যে দুইটি সেলুন, একটি স্বর্ণ দোকান, একটি কম্পিউটার দোকান, দুইটি মুদি ও একটি তালাবদ্ধ খালি দোকান। আগুনের সূত্রপাত কম্পিউটার দোকান থেকে। এক এক করে সবকয়টি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। প্রায় এক ঘণ্টা চেষ্টা চালানোর পর আগুন নিয়ন্ত্রণে আসে।

মুরাদনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বিল্লাল হোসেন বলেন, একটি ইউনিট প্রায় চল্লিশ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। আগুনে ক্ষতির পরিমাণ আনুমানিক চার লাখ। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

Bootstrap Image Preview