Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চকবাজার অগ্নিকাণ্ড ঘটিয়েছে ভারতের গোয়েন্দা বাহিনী ‘র’ :জাফরুল্লাহ চৌধুরী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারী ২০১৯, ০৪:৫২ PM
আপডেট: ২৪ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:৫০ PM

bdmorning Image Preview
সংগৃহীত


পিলখানা হত্যাকাণ্ডের সঙ্গে চকবাজার অগ্নিকাণ্ডের যোগসূত্র রয়েছে মন্তব্য করে তিনি বলেন, পিলখানা হত্যাকাণ্ড ছিল বাংলাদেশকে সামরিকভাবে পঙ্গু করার চেষ্টা। ঠিক একইভাবে ২০ ফেব্রুয়ারি চকবাজারের ঘটনাটা ছিল বাংলাদেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়ার প্রচেষ্টা। এমন মন্তব্য করেছেন জাফরুল্লাহ চৌধুরী।

আজ রবিবার(২৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মুক্তি ভবনের মৈত্রী মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, চকবাজারের ঘটনা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ এই কারণে যে, ভারতের নকল মালের একমাত্র প্রতিদ্বন্দ্বী কেরাণীগঞ্জ আর চকবাজার। এই কেরাণীগঞ্জ আর চকবাজারই ভারতের নকল মালকে অনুকরণ করতে পারে, তার বিপক্ষে দাঁড়াতে পারে। অর্থাৎ ভারতের অর্থনৈতিক অগ্রযাত্রার একমাত্র প্রতিবন্ধক চকবাজার-কেরাণীগঞ্জ।

জাফরুল্লাহ চৌধুরী বলেন, পিলখানা হত্যাকাণ্ড আর চকবাজার অগ্নিকাণ্ড ঘটিয়েছে ভারতের গোয়েন্দা বাহিনী ‘র’। সম্প্রতি তাদের সঙ্গে যোগ হয়েছে ইসরালি গোয়েন্দা বাহিনীর বলেও জানান তিনি।

দলটির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের সভাপতিত্বে আলোচনায় আরো অংশ নেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ অন্যরা।

Bootstrap Image Preview