Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

টেকনাফে গিয়ে ইয়াবা নিয়ে যা বললেন শফী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারী ২০১৯, ০৪:২৭ PM
আপডেট: ২৪ ফেব্রুয়ারী ২০১৯, ০৪:২৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত


ইসলামে মাদক ব্যবসা হারাম। তাই কোনো মুসলমানের সন্তান মাদক ও হারাম ব্যবসার সঙ্গে জড়িত হতে পারে না বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী।

গতকাল শনিবার(২৩ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং বড় মাদ্রাসায় ২ দিনব্যাপী বার্ষিক সভায় প্রধান অতিথির বক্তব্য শেষে মোনাজাতে তিনি বলেন, ‘ইসলামে মাদক ব্যবসা হারাম। কোনো মুসলমানের সন্তান মাদক ও হারাম ব্যবসার সঙ্গে জড়িত হতে পারে না। ইয়া আল্লাহ, যারা মাদকের সঙ্গে জড়িত তাদের ফিরে আসার তৌফিক দান করো।’

তিনি আরও বলেন, ‘বর্তমান সরকার কওমী সনদের স্বীকৃতি দিয়ে আমাদের মূল্যায়ণ করেছেন। আমরাও ভালো মতো ছাত্রছাত্রীদের লেখা পড়া করাই। তারাও ভালো মতো পড়ে যোগ্য নাগরিক হিসাবে গড়ে উঠুক।’

আল্লাহ ছাড়া কারও কাছে মাথা নত করা যায় না উল্লেখ করে হেফাজতে ইসলামে আমির বলেন, ‘আমরা সব সময় আল্লাহকে স্মরণ করি। আল্লাহর ইবাদত করি। আল্লাহ ছাড়া কারও কাছে মাথা নত করা যায় না। যারা আল্লাহ ছাড়া অন্য কারও কাছে মাথা নত করেন তারা কাফের, মুশরেক।’

নামাজের গুরুত্ব উল্লেখ করে আল্লামা শফী বলেন, ‘মুসলমান হতে হলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে। এক ওয়াক্ত নামাজ না পড়লে ২ লক্ষ ৮৮ হাজার বছর জাহান্নামের আগুনে পুড়তে হবে। তাই মুসলমানদের জন্য নামাজ বাধ্যতামূলক। সহিহ মুসলমান হতে হলে মুখে এক মুষ্টি দাঁড়ি রাখতে হবে। দাঁড়ি রাখাও রাসুল (সা.) এর সুন্নত।’

তিনি বর্তমান প্রজন্মকে ইসলামী শিক্ষায় শিক্ষিত হতে এবং দ্বীন ইসলাম সম্পর্কে জানতে মাদ্রাসায় পড়ানোর আহ্বান জানান।

Bootstrap Image Preview