Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জীবননগরে ইট ভাটার ট্রাক্টরচাপায় কৃষকের মৃত্যু 

মোঃ মিঠুন মাহমুদ, জীবননগর প্রতিনিধি
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:৫৪ PM
আপডেট: ২৪ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:৫৪ PM

bdmorning Image Preview


চুয়াডাঙ্গার জীবননগর বাঁকা ব্রিকফিল্ডে ইট ভাটার মাটিভর্তি ট্রাক্টরচাপায় হতদরিদ্র প্রান্তি কৃষকের মৃত্যু হয়েছে। নিহত কৃষক জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের বাঁকা গোরস্থান পাড়ার মৃত পটল মণ্ডলের ছেলে আলী হিম(৬৫)।

রবিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার সময় এএন জে এম ইট ভাটার একটি মাটি ভর্তি ট্রাক্টরের ধাক্কায় বাইসাইকেল পথচারী হতদরিদ্র কৃষক আলী হিম নিহত হয়।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার বাঁকা ব্রিকফিল্ডের সাথী অটো রাইস মিলের কাছে শুকুর আলী মাস্টারের পুকুর সংলগ্ন মেটে রাস্তায় রবিবার সকাল সাড়ে ৯টার সময় এএন জে এম ইট ভাটার একটি মাটি ভর্তি ট্রাক্টরের ধাক্কায় বাইসাইকেল পথচারী হতদরিদ্র কৃষক আলীহিম পিচ রাস্তার উপর পড়ে গিয়ে ট্রাক্টরে চাকায় পিষ্ট হয়ে ঘটনা স্থানেই মৃত্যু হয়। এ সময় ঘাতক ট্রাক্টর ড্রাইভার গাড়িসহ পালিয়ে যায়। 

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ গনি মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উপজেলার বাঁকা ব্রিকফিল্ডে ট্রাক্টরের ধাক্কায় এক কৃষকের মৃত্যুর খবর শুনে আমি নিজে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ব্যাপারে নিহতর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করবে না বলে আমাদের জানিয়েছে। এদিকে বেপোরোয়া ভাবে অদক্ষ ট্রাক্টর ড্রাইভারদের কারনে প্রতিনিয়ত সড়কে ঘটছে প্রাণহানির ঘটনা।

Bootstrap Image Preview