Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ওয়াহিদ ম্যানশন ছাড়া আর অন্য কোন গোডাউনের কেমিক্যাল অপসারণ হচ্ছে না

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:১২ PM
আপডেট: ২৪ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:১২ PM

bdmorning Image Preview
সংগৃহীত


রাজধানীর চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনার পর স্থানীয়দের দাবির মুখে পুরান ঢাকার আবাসিক এলাকা থেকে কেমিক্যাল অপসারণ শুরু হয়েছে বলে খবর চড়াও হয়েছে। কিন্তু খোঁজ নিয়ে জানা যায় চুড়িহাট্টার হাজী ওয়াহেদ ম্যানশন নামের যে ভবনটিতে আগুনের সূত্রপাত বলে দাবি করা হচ্ছে শুধু সেই ভবনে থাকা কেমিক্যাল অপসারণের কাজ শুরু হয়েছে গতকাল থেকে। এছারা পুরান ঢাকার আর কোনো গোডাউন থেকে আপাদত কেমিক্যাল অপসারণ হচ্ছে না বলে জানা গেছে। আজ সিটি কর্পোরেশনের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

গতকাল শনিবার দুপুর থেকে সিটি কর্পোরেশনের কর্মকর্তারা অপসারণের কাজ শুরু করেন। এ সময় একটি পিকআপ ভ্যানে তুলে নেয়া হচ্ছিল কেমিক্যাল। অপসারণের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন। এ সময় সাংবাদিকদের তিনি বলেন, অগ্নিকাণ্ডে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ভবন ওয়াহেদ ম্যানশনের বেজমেন্টের কেমিক্যাল অপসারণ কাজ শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। আর এর মধ্য দিয়ে পুরান ঢাকার কেমিক্যাল গোডাউন অপসারণ কাজ শুরু হল।

প্রসঙ্গত, বুধবার রাতে পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টার ৬৪ নম্বর ওয়াহেদ ম্যানশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ওই ঘটনায় শুক্রবার সকাল পর্যন্ত মোট ৬৭ জন নিহতের খবর জানায় ঢাকা জেলা প্রশাসন। আহত ও দগ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন ৪১ জন।

Bootstrap Image Preview