Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সুদানে নিয়োগ পেয়েছেন ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:০৮ PM
আপডেট: ২৪ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:০৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত


সুদানে ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী নিয়োগ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ওমর আল বশির। শনিবার প্রেসিডেন্সিয়াল ডিক্রির মাধ্যমে তিনি তাদের নিয়োগ প্রদান করেন।

সুদানে প্রথমবারের মতো ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী আওয়াদ ইবনে ওয়াফ।

এ ছাড়া প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন আল গাজীরা প্রদেশের সাবেক গভর্নর মোহামেদ তাহির আইলা। রাষ্ট্রপতির মিডিয়া অফিসে পাঠানো এক বিবৃতির বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা আনাদোলু।

এর আগে শুক্রবার জাতির উদ্দেশে দেয়া এক টেলিভিশন ভাষণে সুদানে এক বছরের জন্য জরুরি অবস্থা জারি করেছেন প্রেসিডেন্ট ওমর আল বশির। পাশাপাশি ফেডারেল সরকার ভেঙে দিয়ে সব রাজ্যের গভর্নরদের বরখাস্ত করেছেন তিনি।

তিনি বলেন, দেশকে অস্থিতিশীল করার জন্য একটি মহল সরকারবিরোধী বিক্ষোভ পরিচালনা করছে। এ কারণে আমি দেশে এক বছরের জন্য জরুরি অবস্থা ঘোষণা করছি।

এ ছাড়া তিনি সুদানের পার্লামেন্টকে সাংবিধানিক সংশোধন মূলতবি রাখার আহ্বান জানিয়েছেন। গত কয়েক সপ্তাহ ধরে সুদানে সরকারবিরোধী বিক্ষোভ চলছে।

বিক্ষোভ শুরু হওয়ার পর অন্তত এক হাজার মানুষকে আটক করা হয়েছে। মানবাধিকার সংগঠনগুলো দাবি করছে, নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ৪০ বিক্ষোভকারী নিহত হয়েছেন।

এ ছাড়া গত ডিসেম্বরে সুদানে রুটি ও জ্বালানি তেলের ওপর সরকারি ভর্তুকি বন্ধ করে দেয়ার প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়। কিন্তু পরে বিক্ষোভকারীরা বশিরের ৩০ বছরের শাসনের অবসান দাবি করেন।

১৯৮৯ সালে এক অভ্যুত্থানের মাধ্যমে সুদানের ক্ষমতাগ্রহণ করেন ৭৫ বছর বয়সী ওমর আল বশির।

Bootstrap Image Preview