Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ইপিএলে গোল্ডেন বুটের দৌড়ে যারা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারী ২০১৯, ০১:৫৫ PM
আপডেট: ২৪ ফেব্রুয়ারী ২০১৯, ০১:৫৫ PM

bdmorning Image Preview


বিশ্বের অন্যতম জনপ্রিয় ফুটবল লিগ ইপিএল বা ইংলিশ প্রিমিয়র লিগ। চ্যাম্পিয়নশিপ, অবনমন এমনকি প্রথম চারের লড়াইও হাড্ডাহাড্ডি। যখন বিশ্বের অন্যতম জনপ্রিয় লিগ, তখন তারকা ফুটবলারদের মধ্যে গোলের লড়াই-ও যে দেখা যায়, সে নিয়ে কোনো সন্দেহ নেই। গত মৌসুমে লিগে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন লিভারপুলের মোহম্মদ সালাহ। চলতি মৌসুমেও পিছিয়ে নেই তারকারা।

দেখে নিন ইপিএল সোনার বুটের লড়াইয়ে আছেন কোন পাঁচ তারকা:

মোহম্মদ সালাহ

এই মুহূর্তে লিগের লড়াইয়ে দ্বিতীয় স্থানে আছে তাঁর দল। গত মৌসুমে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন। চলতি মৌসুমেও সেই খেতাব ধরে রাখতে মরিয়া তিনি। চলতি মৌসুমে এখনও ২৬ ম্যাচে ১৭ গোল রয়েছে তাঁর নামের পাশে।

সার্জিও অ্যাগুয়েরো

ইপিএলের অন্যতম জনপ্রিয় ফুটবলার তিনি। লিগে এই মুহূর্তে শীর্ষে রয়েছে তাঁর দল ম্যান সিটি। লিগের শেষ তিনটি ম্যাচের মধ্যে দু'টিতে হ্যাটট্রিক রয়েছে তাঁর নামের পাশে। চলতি মৌসুমে এখনও পর্যন্ত ২৩ ম্যাচে ১৭ গোল রয়েছে তাঁর ঝুলিতে।

পিয়ের এমরিক অবামেয়াং

গত মৌসুমে তাঁকে ডর্টমুন্ড থেকে দলে নেয় আর্সেনাল। আপফ্রন্টে এই মুহূর্তে বিশ্বের অন্যতম বিপদজনক ফুটবলার তিনি। এই মুহূর্তে প্রথম চারের লড়াইয়ে রয়েছে তাঁর দল। চলতি মরশুমে ২৫ ম্যাচে ১৫ গোল রয়েছে তাঁর নামের পাশে।

হ্যারি কেন

চলতি মৌসুমে শুরুটা ভালোই করেছিলেন গত বিশ্বকাপে সোনার বুট জয়ী তথা টটেনহ্যামের ফুটবলার হ্যারি কেন। তবে বর্তমানে চোটের জন্য বেশ কিছুদিন মাঠের বাইরে তিনি। চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে রয়েছে তাঁর দল। চলতি মৌসুমে ২২ ম্যাচে ১৪ গোল রয়েছে তাঁর নামের পাশে।

এডেন হ্যাজার্ড

চলতি মৌসুমে তাঁর চেলসিতে থাকা নিয়ে অনেক কথা হয়েছে। যা এখনও চলছে। তাঁর দল এই মুহূর্তে প্রথম চারের লড়াইয়ে রয়েছে। চলতি মরশুমে ২৫ ম্যাচে ১২ গোল রয়েছে তাঁর।

Bootstrap Image Preview