Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শেরপুরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হচ্ছেন আ.লীগ নেতা মজনু

সৌরভ অধিকারী শুভ, শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারী ২০১৯, ০১:৪৭ PM
আপডেট: ২৪ ফেব্রুয়ারী ২০১৯, ০১:৪৭ PM

bdmorning Image Preview


বগুড়ার শেরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মজিবর রহমান মজনু।

সোমবার (১৮ ফেব্রুয়ারি) চেয়ারম্যান পদে তিন জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা জানে আলম খোকার মনোনয়নপত্র বাতিল হয়। আরেক প্রার্থী এনপিপি (ন্যাশনাল পিপলস পার্টি) নেতা আব্দুর নুর রবিবার (২৪ ফেব্রুয়ারি) তার মনোনয়নপত্র প্রত্যাহার করেন।

এ ব্যাপারে আব্দুর নুর জানান, আমি ব্যক্তিগত সমস্যার কারণে জেলা রিটার্নিং কর্মকর্তার নিকট মনোনয়নপত্র প্রত্যাহার করেছি।

এদিকে জানে আলম খোকার প্রার্থীতা বাতিলের বিরুদ্ধে আপীলের কোন আবেদন এখনো পর্যন্ত হয়নি। যদি জানে আলম খোকা প্রার্থীতা ফিরে না পান তাহলে কোন প্রার্থীতা না থাকায়  বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন আওয়ামী লীগ নেতা আলহাজ্ব মজিবর রহমান মজনু।

মজিবর রহমান মজনু ইতিপূর্বে ২০০৯ সালে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। এর পূর্বে তিনি শেরপুর পৌরসভায় চার বার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন।  

Bootstrap Image Preview