Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

এবার কলম্বিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন মাদুরো

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারী ২০১৯, ১২:৪৩ PM
আপডেট: ২৪ ফেব্রুয়ারী ২০১৯, ১২:৪৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত


যুক্তরাষ্ট্রের পর এবার প্রতিবেশি দেশ কলম্বিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা দিলেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। গতকাল শনিবার সরকারপন্থীদের আয়োজিত এক বিশাল জনসমাবেশে এ ঘোষণা দেন তিনি।

ভেনিজুয়েলার অভ্যন্তরীণ বিষয়ে মার্কিন হস্তক্ষেপে সহযোগিতা করার কারণে কলম্বিয়ার বিরুদ্ধে তিনি এই পদক্ষেপ নেন।

রাজধানী কারাকাসে মাদুরো শনিবার তার সরকারের সমর্থনে আয়োজিত বিশাল জনসমাবেশের ভাষণ দিতে গিয়ে একথা জানান।

তিনি মার্কিন সাম্রাজ্যবাদী নীতির মোকাবেলায় দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সংকল্প ব্যক্ত করে বলেন, আমেরিকা ও তার সহযোগী দেশগুলো ত্রাণ পাঠানোর নামে ভেনিজুয়েলার সার্বভৌমত্ব ও স্বাধীনতাকে ভূলুণ্ঠিত করতে চায়।

সম্প্রতি মার্কিন সরকার ভেনিজুয়েলার বিরোধীদলীয় নেতা হুয়ান গুয়াইদোকে দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেয়। এরপর ওয়াশিংটনের পক্ষ থেকে ভেনিজুয়েলার জনগণের জন্য মানবিক ত্রাণ পাঠানোর ঘোষণা দেয়া হয়।

এই ত্রাণের বহর বিমানে করে কলম্বিয়ায় পাঠানো হয় এবং তা স্থলপথে ভেনিজুয়েলার সীমান্তে পৌঁছে দেয়া হয়। তবে প্রেসিডেন্ট মাদুরো ঘোষণা করেন, তিনি কোনো অবস্থায় মার্কিন ত্রাণ ভেনিজুয়েলায় ঢুকতে দেবেন না। অন্যদিকে গুয়াইদো শনিবার দাবি করেছেন, ব্রাজিল ও কলম্বিয়ার মাধ্যমে তার দেশে মার্কিন ত্রাণ পৌঁছে গেছে।

Bootstrap Image Preview