Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, মে ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

যন্ত্রণায় কাতরাচ্ছেন যাত্রী, কাঁধে নিয়ে ছুটলেন পুলিশ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারী ২০১৯, ১২:১৬ PM
আপডেট: ২৪ ফেব্রুয়ারী ২০১৯, ১২:১৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত


ভিড়ের মধ্যে চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছিলেন এক যুবক। যন্ত্রণায় কাতরাচ্ছিলেন তিনি। রেললাইনের পাশে নেই কোনো সড়কপথ, সে কারণে দেখা নেই অন্য কোনো বাহনেরও। যতদূর চোখ যায় জঙ্গলের ভেতর দিয়ে বয়ে গেছে লম্বা রেলপথ।

এমন পরিস্থিতিতে আর কেউ এগিয়ে না এলেও নজর এড়ায়নি রেল পুলিশের এক কনস্টেবলের।

কোনো কিছু না ভেবেই এক রেলকর্মীর সহযোগিতায় আহত যাত্রীকে কাঁধে তুলে নিয়ে তিনি ছুটলেন মহাসড়কের দিকে। এভাবে দুস্থ মানুষটিকে কাঁধে নিয়ে রেললাইন ও পরে জঙ্গলের দেড় কিলোমিটার পথ পাড়ি দিলেন তিনি।

সম্প্রতি ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশে। পুলিশের এমন মানবিকতার দৃশ্য ট্রেনের এক যাত্রী মোবাইল ক্যামেরায় তুলে তা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন। এর পর সে ছবি ছড়িয়ে পড়ে। প্রশংসায় ডুবে যেতে থাকেন ওই পুলিশ।

ভারতীয় গণমাধ্যমের খবর, পুনম বিল্লোর নামে ওই পুলিশ কনস্টেবল আহত ব্যক্তিকে কাঁধে করে রেললাইন ও জঙ্গল পেরিয়ে দেড় কিলোমিটার দূরে সড়কে দাঁড়িয়ে থাকা পুলিশের গাড়িতে গিয়ে পৌঁছান।

অতঃপর সে গাড়িতে করে দ্রুত নিয়ে যান কাছের এক হাসপাতালে।

জানা গেছে, আহত ওই যাত্রী হাসপাতালে এখন চিকিৎসাধীন ও দ্রুতই সেরে উঠছেন।

Bootstrap Image Preview