Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চকবাজারে ‘অন্তঃসত্ত্বা স্ত্রীকে বাঁচাতে না পেরে মৃত্যুবরণ করলেন স্বামী’ ঘটনা কতটুকু সত্য

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারী ২০১৯, ১১:২৭ AM
আপডেট: ২৪ ফেব্রুয়ারী ২০১৯, ১১:২৯ AM

bdmorning Image Preview
সংগৃহীত


রাজধানীর চকবাজারে মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনার পর বেরিয়ে আসতে থাকে নানা হৃদয়বিদারক ও মর্মান্তিক ঘটনা। এসব মর্মস্পর্শী ঘটনার মধ্যে মানুষের মনকে সবচেয়ে বেশি নাড়া দেয় রিয়া ও রিফাত দম্পতির মৃত্যুর করুণ কাহিনী। ঘটনাটি প্রায় সবার মুখে মুখে রটে যায়।

কেননা, রিয়া ছিলেন অন্তঃসত্ত্বা। সেই সঙ্গে ছিলেন অসুস্থ। আগুন নামার পর তৃতীয় তলা থেকে অন্তঃসত্ত্বা স্ত্রী নিচে নামতে পারেননি। তাই নিজের জীবনের মায়া ত্যাগ করে স্ত্রীর সঙ্গেই মৃত্যুকে আলিঙ্গন করেন রিফাত।

আগুনের ঘটনার পর আল-আকসার সাজিদ নামের এক যুবক এমন মর্মান্তিক কাহিনীর জন্ম দেন, যা মুহূর্তেই নাড়িয়ে দেয় মানুষের বিবেককে। ভাইরাল হয়ে পড়ে সেই হৃদয়বিদারক কাহিনী।কিন্তু দিন যতই যাচ্ছে ততই ওই কাহিনীর সত্যতা নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হচ্ছে। কেননা, ঘটনার চারদিন পরও রিয়া-রিফাতের সন্ধান মিলছে না।

ঢাকা মেডিকেল কলেজ ফরেনসিক বিভাগ, জেলা প্রশাসন, সিআইডির ডিএনএ প্রোফাইলিং টিম কারও কাছে নেই রিয়া ও রিফাত নামে কোনো দম্পতির মৃত্যুর তথ্য। যে ২০টি লাশ শনাক্ত হয়নি তাদের দাবিদারদের মধ্যেও রিয়া কিংবা রিফাত নামের কারও স্বজনকে পাওয়া যায়নি। তারা বেঁচে আছেন কিনা তাও জানা যাচ্ছে না।

অন্যদিকে শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে গিয়ে রিয়া ও রিফাতের বন্ধু দাবি করে যে কাহিনী বর্ণনা করেছিলেন সেই আল-আকসার সাজিদকেও আর পাওয়া যাচ্ছে না। ফলে ঘটনাটি নিয়ে এক ধরনের ধোঁয়াটে পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

Bootstrap Image Preview