Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চকবাজারে কেমিক্যাল গোডাউনের সন্ধানে মাইকিং, ফোন করে জানানোর নির্দেশ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারী ২০১৯, ০৭:২৬ PM
আপডেট: ২৩ ফেব্রুয়ারী ২০১৯, ০৭:২৬ PM

bdmorning Image Preview


রাজধানীর চকবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডের পর ওই এলাকার কেমিক্যাল গোডাউনের সন্ধানে মাইকিং করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

আজ শনিবার বিকেল ৩টার দিকে চকবাজারের এলাকায় মূল সড়কে মাইকিং করতে দেখা যায়। মাইকিংয়ে প্রচার করা হচ্ছে যে, ওই এলাকায় কোনো কেমিক্যাল, বিস্ফোরকসহ অন্যান্য দাহ্য পদার্থের গোডাউনের সন্ধান পেলে তা যেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নিয়ন্ত্রণ কক্ষে ফোন করে জানানো হয়।

বাড়ির মালিকদের হুঁশিয়ারি দিয়ে মাইকিংয়ে বলা হয়, 'নির্দেশ অমান্য করা হলে তার দায় দায়িত্ব সংশ্লিষ্ট বাড়ির মালিককে বহন করতে হবে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ছাড়া আপনার এলাকায় কোনো কেমিক্যাল বিস্ফোরকসহ অন্যান্য দাহ্য পদার্থের গোডাউনের সন্ধান পেলে তা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কন্ট্রোল রুমের ফোন নম্বরে (০২৯৫৫৬০১৪) তথ্য প্রদান করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।’

গত বুধবার রাতে চকবাজারে চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ড হয়। সরকারি তথ্য অনুযায়ী, এতে ৬৭ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত ৪৭ জনের মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আজ বিকেল পর্যন্ত অশনাক্ত মৃতদেহগুলো শনাক্ত করতে ৩৬ জনের ডিএনএ সংগ্রহ করা হয়েছে।

এরপর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন চকবাজারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শন শেষে বলেন, ‘অগ্নিকাণ্ডের একটি ভিডিও ফুটেজ পাওয়া গেছে। সেখানে দেখা গেছে গাড়ির গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়।’

ওই সময় মেয়র বলেন, ‘এলাকায় যেসব বাড়িতে রাসায়নিকের গুদাম আছে, তা দ্রুত সরিয়ে নিতে হবে। কোনো বাড়িতে রাসায়নিকের গুদাম পাওয়া গেলে সেই বাড়ির মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

Bootstrap Image Preview