Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পরিত্যাক্ত প্লাস্টিক ও পলিথিন দিয়ে পেট্রোল তৈরী করেন নওগাঁর ইদ্রিস

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:০২ PM
আপডেট: ২৩ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:০২ PM

bdmorning Image Preview
সংগৃহীত


নাম ইদ্রিস আলী, থাকেন নওগাঁর মান্দায়। মাঝ বয়সী এই লোকটি নিজস্ব প্রযুক্তির মাধ্যমে পলিথিন ও প্লাস্টিক থেকে পেট্রোল তৈরি করেছেন। পেট্রোল তৈরির এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে প্রতিদিন তার বাড়িতে হাজার হাজার মানুষ ভিড় করছেন।

সরেজমিন শনিবার গিয়ে জানা গেছে, উপজেলার হোসেনপুর গ্রামের চাঁন মণ্ডলের ছেলে সাইকেল ম্যাকার ক্ষুদে বিজ্ঞানী ইদ্রিস আলী নোংরা পলিথিন ও প্লাস্টিক থেকে নিজস্ব প্রযুক্তির মাধ্যমে পেট্রোল ও ডিজেল তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন। একই সঙ্গে তিনি ১২ ভোল্টের ব্যাটারি দিয়ে ঝালাই মেশিন তৈরি করেছেন।

ইদ্রিস আলী বলেন, ‘কয়েক মাস আগে ইউটিউব থেকে এমন উদ্ভাবন দেখে নিজে উদ্বুদ্ধ হয়ে বাজার থেকে প্রয়োজনীয় সরঞ্জামাদিসহ নোংরা পলিথিন ও পুরাতন প্লাস্টিক সংগ্রহ করি। তা থেকে নিজেস্ব প্রযুক্তি কাজে লাগিয়ে পেট্রোল ও ডিজেল উৎপাদন করতে সক্ষম হয়েছি। আমার উৎপাদিত পেট্রোল এবং ডিজেল জ্বালানি হিসেবে ব্যবহার করা সম্ভব।’

মান্দা উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুশফিকুর রহমান বলেন, ‘পলিথিন থেকে পেট্রোল তৈরির খবর শুনেছি। ইদ্রিস আলীর পলিথিন থেকে পেট্রোল তৈরি করার খবরটি ছড়িয়ে পড়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে এটি কতটা পরিবেশবান্ধব সেটি দেখার পর তাকে প্রশাসনিকভাবে প্রয়োজনীয় সহোযোগিতা করা হবে।’

Bootstrap Image Preview