Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নানা আয়োজনে নলগোড়া শরীফ বাড়ী স্কুলে ২১ ফেব্রুয়ারী পালিত

ভোলা প্রতিনিধি 
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারী ২০১৯, ১১:০৫ AM
আপডেট: ২৩ ফেব্রুয়ারী ২০১৯, ১১:০৫ AM

bdmorning Image Preview


নানা আয়োজনের মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে দৌলতখান উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান নলগোড়া শরীফ বাড়ী মাধ্যমিক বিদ্যালয়। কর্মসূচির মধ্যে ছিল প্রভাত ফেরী, শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ এবং শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিযোগীতা।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) সকালে শহীদদের শ্রদ্ধা জানাতে স্কুলের শিক্ষার্থীরা খালি পায়ে আসতে থাকে। এক সময়ে স্কুলের মাঠ শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠে। শহীদদের সম্মান জানাতে সকল শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে প্রভাত ফেরী অনুষ্ঠিত হয়। প্রভাত ফেরীটি স্কুল থেকে বের হয়ে নৈমুদ্দিন বাজার, সৃষ্টিতলা হয়ে দীর্ঘ ৮/৯ কিলোমিটার পথ পাড়ি দেয় শিক্ষার্থীরা।

এ সময় মাইকে দেশাত্মবোধক গান, ভাষার গান বাজতে থাকে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে শিক্ষার্থীরা পুনরায় স্কুলে এসে জড়ো হয়। প্রথমে স্কুলের প্রধান শিক্ষক শরীফ মুহা: মিজানুর রহমানের নেতৃত্বে শিক্ষকবৃন্দ শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এরপর একে একে সকল শ্রেণীর শিক্ষার্থীরা পৃথক পৃথকভাবে শহীদ মিনারের ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে স্কুলের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। প্রথমে ছোট গ্রুপ থেকে ছেলেদের বেতের লাফ, মেয়েদের বেতের লাফ।

এরপর ছেলেদের বড় গ্রুপ থেকে বেতের লাফ। ছোট এবং বড় দু’গ্রুপের ছেলেদের মোরগ লড়াই। মেয়েদের ছোট ও বড় গ্রুপের হাড়ি ভাঙ্গা। সর্বশেষ এসএসসি (ছেলে) পরীক্ষার্থীদের মধ্যে শক্তির পরীক্ষা (পাঞ্জা) লড়াইয়ের মাধ্যমে ক্রীড়া প্রতিযোগীতা শেষ হয়। পরে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ক্রীড়া প্রতিযোগীতা পরিচালনায় ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মুহসীন ও মোঃ শরীফ হোসাইন।

Bootstrap Image Preview