Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৮ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:৫৯ AM
আপডেট: ২২ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:৫৯ AM

bdmorning Image Preview


পুরান ঢাকার চকবাজারের চুরিহাট্টায় অগ্নিকাণ্ডে ব্যাপক হতাহতের ঘটনায় অবহেলার অভিযোগ এনে মামলা দায়ের করেছে পুলিশ। মামলায় অজ্ঞাত ১০/১২ জনকে আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে পুলিশ বাদী হয়ে চকবাজার থানায় এ মামলাটি দায়ের করে।

এ বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) ইব্রাহিম খান গণমাধ্যমকে বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে অবহেলার অভিযোগ এনে মামলা দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গত বুধবার রাতে চকবাজারের নন্দ কুমার দত্ত রোডের চুড়িহাট্টা শাহী মসজিদের পাশে ৬৪ নম্বর হোল্ডিংয়ের ‘ওয়াহিদ ম্যানশন’ ভবনে বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয় অগ্নিনির্বাপক বাহিনীর ৪০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ১৪ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। পরে ঘটনাস্থল থেকে অর্ধ-শতাধিকের ওপরে মৃতদেহ উদ্ধার করা হয়। 

Bootstrap Image Preview