Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৮ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চকবাজারে অগ্নিকাণ্ডঃ জরুরি কার্যক্রম সমন্বয়ে কন্ট্রোল রুম স্থাপন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:৪৭ AM
আপডেট: ২২ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:৪৭ AM

bdmorning Image Preview


চকবাজারের চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডের ঘটনায় সুরক্ষাসেবা বিভাগ সংশ্লিষ্ট জরুরি কার্যক্রম সমন্বয়ের জন্য একটি কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। সার্বিক কার্যক্রম তত্ত্বাবধান করবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষাসেবা বিভাগের অতিরিক্ত সচিব জনাব প্রদীপ রঞ্জন চক্রবর্তী।

শুক্রবার ২২ ফেব্রুয়ারি রাত ১২ পর্যন্ত এ কন্ট্রোল রুমের কার্যক্রম চলবে।

প্রসঙ্গত, গত বুধবার রাত পৌনে ১১টা চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৩৭ ইউনিটের চেষ্টায় ১২ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। এখন পর্যন্ত ৬৭ জনের মৃত্যুর নিশ্চিত করেছে প্রশাসন। এরইমধ্যে শনাক্ত হওয়া ৪০টি মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন অর্ধশত। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা দেশে।

Bootstrap Image Preview