Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মাতৃভাষায় শিক্ষার অধিকারে সরব পাকিস্তানের বেলুচিস্তান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারী ২০১৯, ০৭:৩৬ PM
আপডেট: ২১ ফেব্রুয়ারী ২০১৯, ০৭:৩৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


স্থানীয় ভাষার মর্যাদা ও মাতৃভাষায় শিক্ষার অধিকারের পক্ষে সরব অবস্থান পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের। গভর্নর আমানুল্লাহ ইয়াসিনজাই বুধবার (২০ ফেব্রুয়ারি) বলেছেন, মাতৃভাষায় শিক্ষা অর্জনের অধিকার সবারই আছে। তিনি মনে করেন, স্থানীয় কথ্য ভাষায় শিক্ষা দেওয়া হলে তা শিক্ষার্থীদের সক্ষমতা বিকশিত করবে।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দেওয়া বার্তায় ইয়াসিনজাই বলেন, ‘জাতিসংঘ সনদ ও পাকিস্তানের সংবিধানে জনগণকে তাদের মাতৃভাষায় শিক্ষাগ্রহণের সুযোগ দেওয়া হয়েছে। আমাদের সন্তানদেরকে মাতৃভাষায় শিক্ষাপ্রদানের মধ্য দিয়ে আমরা বেলুচিস্তানের ঐতিহাসিক ভাষাগুলোকে ধরে রাখতে পারি।’  

ইয়াসিনজাই আরও বলেন, ‘বেলুচিস্তান হলো সেই ভূখণ্ড যেখানে কয়েক দশক ধরে বালুচি, ব্রাহভি, পশতু ও হাজারগিসহ নানা ভাষা কথিত হয়ে আসছে। এসব ভাষা বেলুচিস্তানের সংস্কৃতিকেই প্রতিফলিত করে।’ আর্থিক সংকট সত্ত্বেও যারা বেলুচিস্তানের ভাষার পৃষ্ঠপোষকতায় কাজ করে যাচ্ছেন সেইসব বুদ্ধিজীবী ও লেখকদের প্রচেষ্টার প্রশংসা করেন তিনি। বলেন, ‘স্থানীয় ভাষার প্রতি আমাদের ভালোবাসা ও শ্রদ্ধা প্রদর্শন করা উচিত এবং আন্তর্জাতিক গবেষণাগুলোকে আমাদের মাতৃভাষায় ভাষান্তরের প্রচেষ্টা শুরু করতে হবে।’

Bootstrap Image Preview