Bootstrap Image Preview
ঢাকা, ০১ বুধবার, মে ২০২৪ | ১৮ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কাঁদতে কাঁদতে ২২ ‘স্মৃতি’ বুঝে নিল পরিবার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:৫১ PM
আপডেট: ২১ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:৫১ PM

bdmorning Image Preview


ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) মর্গ থেকে চকবাজারে বিস্ফোরণ ও আগুন লেগে নিহতদের মরদেহ হস্তান্তর শুরু হয়েছে। সন্ধ্যা পর্যন্ত ২২ টি মরদেহ স্বজনদের কাছে বুঝিয়ে দিয়েছে জেলা প্রশাসন। এর মধ্যে ৭ জন জনের বাড়ি নোয়াখালীর রাটেশ্বরে। এছাড়া ঢাকার রয়েছে ৬ জন।

আজ বৃহস্পতিবার দুপুর ২ টা ১০ মিনিটের দিকে নোয়াখালীর বেগমগঞ্জের কামালের লাশ হস্তান্তরের মধ্য দিয়ে এ প্রক্রিয়া শুরু হয়।

এর আগে দগ্ধ ৬৭ মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল তার মধ্যে থেকে কিছু মরদেহ শনাক্তের পর তা স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়।

এদিকে মাগরিবের নামাজের সময় লাশ হস্তান্তর প্রক্রিয়া বন্ধ রেখেছিল জেলা প্রশাসন।

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল আল মাহফুজ বলেন, লাশ সম্পূর্ণভাবে হস্তান্তরের আগে আমাদের টিমের কেউ ফিরে যাবে না। এর মধ্যে ঢাকার বাইরে যাদের বাড়ি তাদেরকে ফ্রিতে অ্যাম্বুলেন্স সেবা দেওয়া হয়েছে।

এছাড়াও নিহতদের ২০ হাজার টাকা করে দেওয়া হবে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার ঢাকা মেডিকেলের ফরেনসিক বিভাগের প্রধান অধ্যাপক সোহেল মাহমুদ বলেন, বেলা সোয়া দুইটার দিকে লাশ হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়। যাদের লাশ শনাক্ত করা সম্ভব হচ্ছে সেগুলো তাদের স্বজনদের বুঝিয়ে দেয়া হচ্ছে।

চকবাজার থানার এসআই প্রদীপ বিশ্বাস বলেন, সুষ্ঠুভাবে লাশ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হচ্ছে। পুলিশের সহায়তায় কাজটি করছে ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ।

Bootstrap Image Preview