Bootstrap Image Preview
ঢাকা, ০১ বুধবার, মে ২০২৪ | ১৮ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আগুন কেড়ে নিল দুই বন্ধুর প্রাণ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:০৯ PM
আপডেট: ২১ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:০৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত


পুরান ঢাকার চকবাজারের আগুন কেড়ে নিল দুই বন্ধুর প্রাণ। চুড়িহাট্টায় বন্ধুর কাছে গিয়েছিলেন দাঁতের চিকিৎসা করাতে। কিন্তু ফিরলেন লাশ হয়ে।

চকবাজারের আগুনে নিহতের মধ্যে একজন ডা. ইমতিয়াজ ইমরোজ রাশু। চকবাজার রাজ্জাক ভবনের অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া মদিনা মেডিসিন সেন্টার অ্যান্ড ডেন্টাল ক্লিনিকে তিনি প্র্যাকটিস করতেন। দাঁতের এ চিকিৎসকের কাছে চিকিৎসা নিতে গিয়েছিলেন বন্ধু আশরাফুল ইসলাম।

ভবনে আগুন লাগার পর দুই বন্ধুসহ আরও তিনজন পুড়ে মারা যান। তাদের মধ্যে ইমতিয়াজ ও আশরাফুল ছাড়াও রয়েছেন ডেন্টালের মালিক, চিকিৎসকের সহকারী ও একজন নারী রোগী।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের সামনে উপস্থিত ডা. ইমতিয়াজের বন্ধুরা জানান, চকবাজারের ওই ডেন্টাল ক্লিনিকে রাশু প্র্যাকটিস করতেন। তার কাছে চিকিৎসা নিতে গিয়ে আশরাফুল আগুনে পুড়ে মারা যান।

জানা যায়, চকবাজারের নন্দকুমার সড়কের চুড়িহাট্টায় বুধবার রাতে এই শাহী মসজিদের সামনে একটি বৈদ্যুতিক খুঁটির ট্রান্সফরমার বিকট শব্দে বিস্ফোরিত হয়। মুহূর্তেই আগুন লাগে জামাল কমিউনিটি সেন্টারে। আগুনের ভয়াবহতা এত বেশি ছিল যে সে আগুন ছড়িয়ে পড়ে পাশের চারতলা ওয়াহিদ ম্যানশনে। ভবনটির প্রথম দুইতলায় প্রসাধন সামগ্রী, প্লাস্টিকের দানা ও রাসায়নিক দাহ্য পদার্থের গুদাম থাকায় আগুন ছড়িয়ে পড়ে পাশের আরো চারটি ভবনে। পাশের কয়েকটি খাবারের হোটেলের গ্যাস সিলিন্ডারেরও বিস্ফোরণ ঘটে। পুড়ে যায় সড়কে থাকা একটি প্রাইভেট কারসহ কয়েকটি যানবাহন। এ সময় পুড়ে যাওয়া কয়েকটি মরদেহ পড়ে থাকতে দেখা গেছে।

প্রায় পাঁচ ঘণ্টার চেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। রাজধানীর প্রায় সবকটা ইউনিট কাজ করে আগুন নেভাতে। খুবই ঘন বসতি এবং রাস্তা সরু হওয়ায় আগুন নেভাতে বেগ পেতে হয় ফায়ার সার্ভিসকে।

এ ঘটনায় বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত লাশের সংখ্যা ৭৫ ছাড়িয়েছে। ঘটনাস্থলে মোটরসাইকেল, প্রাইভেটকার, রিকশাভ্যান, রাসায়নিক, দাহ্য পদার্থ, বডি স্প্রে, বোতল, পাউডার, প্লাস্টিকের দানা পড়ে থাকতে দেখা গেছে। ভস্মীভূত হওয়া ভবনগুলো ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। যে কোনো মুহূর্তে ঘটতে পারে আরও একটি দুর্ঘটনা।

Bootstrap Image Preview