Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে উখিয়া শহীদ মিনারে মানুষের ঢল

এম. সালাহ উদ্দিন আকাশ, উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারী ২০১৯, ০২:১৯ PM
আপডেট: ২১ ফেব্রুয়ারী ২০১৯, ০২:১৯ PM

bdmorning Image Preview


ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই হাতে ফুল ও মুখে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি...’ সেই কালজয়ী গান গেয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করছেন উখিয়ার বিভিন্ন বয়সের হাজারো নারী-পুরুষ।

বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) প্রভাত ফেরিতে সারিবদ্ধভাবে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠানসহ নানা শ্রেণি-পেশার মানুষ। তাদের দেওয়া ফুলে ভরে গেছে উখিয়া কেন্দ্রীয় শহীদ মিনারের বেদি।

প্রভাত ফেরিতে একে একে শ্রদ্ধা জানাতে আসে উখিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ফখরুল ইসলাম, উখিয়া থানার ওসি আবুল খায়ের, উখিয়া সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসাইন, উখিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনর রশিদ, উখিয়া উপজেলা পোস্টমাস্টার এস. এম. জসিম প্রমূখ।

এছাড়া শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় উখিয়া উপজেলা প্রশাসন, উখিয়া প্রেসক্লাব, উখিয়া উপজেলা আওয়ামী লীগ, উখিয়া উপজেলা ছাত্রলীগ, উখিয়া সরকারী উচ্চ বিদ্যালয়, উখিয়া প্রাথমিক বিদ্যালয়, উখিয়া বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন স্কুল-কলেজ ও বিভিন্ন অঙ্গসংগঠন।

এর আগে একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে বুধবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ১ মিনিটে জাতির পক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে উখিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছেন উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা।

Bootstrap Image Preview