Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চরভদ্রাসনে নানা আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

মোঃ মনির হোসেন পিন্টু,চরভদ্রাসন প্রতিনিধি: 
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারী ২০১৯, ০২:১৩ PM
আপডেট: ২১ ফেব্রুয়ারী ২০১৯, ০২:১৩ PM

bdmorning Image Preview


ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা প্রশাসনের নানা আয়োজনে ও যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০১৯ পালিত হয়েছে।

দিবসের প্রথম প্রহরে উপজেলা পরিষদ চত্তরের শহীদ মিনারে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, থানা প্রশাসন, স্কুল, কলেজ, চরভদ্রাসন প্রেসক্লাব, এনজিও প্রতিষ্ঠানসহ একে এক বিভিন্ন রাজনৈতিক দলগুলো শহীদদের স্বরনে পুস্পস্তবক অর্পন করেন।

পরে, ভাষা শহীদদের স্বরনে উপস্থিত সবাই এক মিনিট নিরবতা পালন ও তাদের আত্মার মাগফেরাত কামনা কামনা করে উপজেলা জামে মসজিদের পেশ ইমাম বিশেষ দোওয়া পরিচালনা করেন। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন সুলতানা এর সভাপতিত্বে, (২১ফেব্রুযারি) বৃহস্পতিবার সকাল ৮টায় উপজেলা পরিষদ চত্তর থেকে সকল শ্রেনি পেশার মানুষের অংশ গ্রহনে এক প্রভাত ফেরী বের হয়ে সদর বাজার প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ খোলা মঞ্চে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এদিকে, আলোচনা শেষে উপজেলা পরিষদ চত্তরের উন্মুক্ত মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়।

Bootstrap Image Preview