Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ধুনটে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

রফিকুল আলম, ধুনট (বগুড়া) প্রতিনিধি: 
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারী ২০১৯, ০২:০৬ PM
আপডেট: ২১ ফেব্রুয়ারী ২০১৯, ০২:০৬ PM

bdmorning Image Preview


শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ, সরকারি বেসরকারি ভবন ও শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, প্রভাত ফেরী, আলোচনা সভা, মসজিদ ও মন্দিরে বিশেষ প্রার্থনা, রচনা ও চিত্রাংকন প্রতিযোগীতায় পুরস্কার বিতরণের মধ্য দিয়ে বগুড়ার ধুনট উপজেলায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

বৃহম্পতিবার সকাল ৯টায় ধুনট উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, জনপ্রতিনিধি ও রাজনীতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহনে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রভাত ফেরী শহরের প্রধান সড়ক গুলো প্রদক্ষিন করে। 

প্রভাত ফেরী শেষে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৫ আসনের জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান।

ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) জিনাত রেহেনা, ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক টিআইএম নুরুন্নবী তারিক, সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন, ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শারমীনা পারভীন, ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন, থানার পরিদর্শক (তদন্ত) ফারুকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম জিন্নাহ, উপজেলা শিক্ষা কর্মকর্তা কামরুল হাসান, মুক্তিযোদ্ধা এসএম ফেরদৌস আলম, ধুনট উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রকৌশলী আসিফ ইকবাল সনি, গোলাম সোবাহান, যুগ্ম সম্পাদক মহসীন আলম ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপন প্রমুখ। 

আলোচনা সভা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান এমপি রচনা ও চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। 
 

Bootstrap Image Preview