Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সদরপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ‌র‍্যালি ও আলোচনা সভা

মোঃ সাব্বির হাসান, সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারী ২০১৯, ০১:৫২ PM
আপডেট: ২১ ফেব্রুয়ারী ২০১৯, ০১:৫২ PM

bdmorning Image Preview


মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফরিদপুরের সদরপুরে প্রভাতফেরীর র‍্যালি ও আলোচনা সভা হয়েছে। 

বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় উপজেলা পরিষদ চত্ত্বর থেকে প্রশাসন ও পরিষদের উদ্যোগে প্রভাত ফেরীর র‍্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও পূরবী গোলদারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, এসিল্যান্ড সজল কুমার শীল, সদরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ লুৎফর রহমান, প্রকৌশলী কাজী সেকেন্দার আলী, মৎস্য কর্মকর্তা বাপি কুমার দাশ, মহিলা কলেজ অধ্যক্ষ নূরে আলম সিদ্দিকী,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জালাল উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা রহমান, আওয়ামী লীগের সহসভাপতি ফকির আঃ ছত্তার, সাংগাঠনিক সম্পাদক আবু আলম রেজা, ইউপি চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম বাবুল প্রমূখ।

অপরদিকে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন সদরপুর বিভিন্ন সরকারি, বেসরকারি, রাজনৈতিক, সামাজিক সংগঠন।

এছাড়াও দিবসটি উপলক্ষে চিত্রাংকন, আবৃত্তি, রচনা, হাতের সুন্দর লেখা ও শুদ্ধ বানান প্রতিযোগিতা, সাংস্কৃতিক ও শহীদের আতবার শান্তি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Bootstrap Image Preview