Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাণীশংকৈলে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত

খুরশিদ আলম শাওন, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
প্রকাশিত: ২০ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:৪০ PM
আপডেট: ২০ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:৪০ PM

bdmorning Image Preview


গণতন্ত্র চর্চায় ছাড় দেয়ার মানসিকতা তৈরির লক্ষ্যে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ ফেব্রুয়ারি) উপজেলার ১৫৭টি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে সকাল ৯টা থেকে বিকেল সোয়া ৪টা পর্যন্ত এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রতিটি বিদ্যালয়ের তিনটি শ্রেণিতে মোট সাতটি পদে প্রার্থীরা নির্বাচিত হয়।

নির্বাচনে শিক্ষার্থীরা নিজেরাই রিটানিং কর্মকর্তা, প্রিজাইডিং কর্মকর্তা ও পোলিং কর্মকর্তার দায়িত্ব পালন করে। এছাড়াও নিরাপত্তায় আনসার সদস্য শিক্ষার্থীদের মাঝ থেকেই নিয়োগ করে ভোট গ্রহণের প্রস্তুতি সম্পন্ন করে পুরো কড়াকড়ি নিয়মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

এদিন ভান্ডারা ও মীরডাঙ্গী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে গিয়ে দেখা যায় উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীরা লাইনে দাঁড়িয়ে ক্রম্বানয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করছে। প্রার্থীরা ভোটারদের নিকট তাদের ভোট প্রার্থনা করছেন।

এ সময় কথা হয় ভান্ডারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রিটানিং কর্মকর্তা ৫ম শ্রেণির শিক্ষার্থী আফরিনা মৌ ও প্রিজাইডিং কর্মকর্তা আয়শা সিদ্দিকা বলেন, ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণির শিক্ষার্থীরা এ নির্বাচনে প্রার্থীতা করছে। আমাদের এখানে সাতটি পদের বিপরীতে ১৬ জন প্রার্থী ভোটে অংশগ্রহণ করেছেন।

এ ব্যাপারে বক্তব্য জানতে ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মুনজুরুল আলমের অফিসে এবং মুঠোফোনে বার বার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী আফরিদা বলেন, ভোট অত্যন্ত শান্তির্পুণভাবে অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোন ধরনের অনাকাঙ্খিত ঘটনা ঘটার খবর পাওয়া যায়নি।

Bootstrap Image Preview