Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দৃষ্টিপ্রতিবন্ধীদের প্রীতি ক্রিকেট ম্যাচ

সোহেল কান্তি নাথ, বান্দরবান প্রতিনিধি
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারী ২০১৯, ১০:০০ PM
আপডেট: ১৯ ফেব্রুয়ারী ২০১৯, ১০:০০ PM

bdmorning Image Preview


বান্দরবানে সমন্বিত দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষা কার্যক্রমের উদ্যোগে দৃষ্টিপ্রতিবন্ধীদের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) সকালে বান্দরবানের সুয়ালক উচ্চ বিদ্যালয় মাঠে এ ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় লামা ব্লাইন্ড ক্রিকেট দল ও সুয়ালক ব্লাইড ক্রিকেট দল অংশ নেয়।

প্রথম রাউন্ডে প্রায় ৩ ঘণ্টা খেলার পর সুয়ালক ব্লাইন্ড ক্রিকেট লামা ব্লাইন্ড ক্রিকেট দলকে ১৭৬ রানে টার্গেট দেয়। ২য় রাউন্ডে লামা ব্লাইন্ড ক্রিকেট দল ১৩৬ রানে অল আউট হয়ে গেলে সুয়ালক ব্লাইন্ড ক্রিকেট দল ৪০ রানে জয়লাভ করে।

খেলা শেষে বিজয়ী দলের মাঝে অতিথিরা পুরষ্কার তুলে দেন। জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মিলটন মুহুরীর সভাপতিত্বে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের সদস্য ও জেলা সমাজসেবা বিষয়ক কনভেনিং কমিটির আহ্বায়ক কাঞ্চন জয় তঞ্চঙ্গ্যা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতার বান্দরবানের উপ-বার্তা নিয়ন্ত্রক মোকছেদ হোসেন ও জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক বিশ্বজিত চাকমা।

অন্যান্যদের মধ্যে বান্দরবান জেলা ছাত্রলীগের সভাপতি কাউছার সোহাগ, সুয়ালক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উক্যনু মার্মা, সমন্বিত দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষা কার্যক্রমের রিসোর্স শিক্ষক সত্যজিৎ মজুমদার, ইউপি সদস্য জসিম উদ্দিন, সুয়ালক উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য বিমল দেসহ এলাকার বিভিন্ন ব্যক্তিবর্গ, স্কুলের ছাত্র-ছাত্রীরাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় প্রধান অতিথি বলেন, দৃষ্টিপ্রতিবন্ধীরা কোন অংশে পিছিয়ে নেয়, তা আজ এই প্রীতি ক্রিকেট ম্যাচের মাধ্যমে মনের আলো দিয়ে তাদের প্রতিভাকে আমাদের মাঝে তুলে ধরেছে। আমরা যদি তাদেরকে যথাযথ সহযোগিতা করি তাহলে তারা আরও সামনের দিকে এগিয়ে যাবে এবং দেশের অবদানে তারাও অংশিদার হবে।

Bootstrap Image Preview