Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ধুনটে সাজাপ্রাপ্ত স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

ধুনট (বগুড়া) প্রতিনিধি:
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:৪১ PM
আপডেট: ১৯ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:৪১ PM

bdmorning Image Preview


বগুড়ার ধুনটে চেক জালিয়াতির মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি উপজেলা সেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক কামরুল হাসান আনছারিকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে ধুনট শহরের জিরো পয়েন্ট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। কামরুল হাসান আনছারি উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের পাঁচথুপি জাঙ্গালপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) মন্তাজ আলী এ তথ্য নিশ্চিত করে বলেন, কামরুল হাসান আনছারির বিরুদ্ধে ২০১৭ সালে বগুড়া আদালতে চেক চালিয়াতির অভিযোগে একটি মামলা দায়ের হয়। ওই মামলায় বিচারক ৫ ফেব্রুয়ারি কামরুল হাসানের বিরুদ্ধে ২ মাসের কারাদণ্ড এবং ১ লাখ ৩০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেন।

মামলার রায় ঘোষণার পর থেকে পলাতক থাকায় কামরুল হাসানের বিরুদ্ধে আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। আদালতের গ্রেফতারি পরোয়ানামূলে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানান তিনি।

Bootstrap Image Preview