Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বুড়িগঙ্গা নদীর উচ্ছেদ অভিযানে বাধা দেওয়ায় ‘ছাত্রলীগ’ নেতা আটক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:০৮ PM
আপডেট: ১৯ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:০৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


রাজধানীর বুড়িগঙ্গা নদীর উচ্ছেদ অভিযানে বাধা দেয়ায় স্থানীয় ‘ছাত্রলীগের’ এক নেতাকে আটক করা হয়েছে। আটককৃতের নাম আসাদুজ্জামান তালুকদার লাবু।

আজ মঙ্গলবার দুপুরে মোহাম্মপুরের বছিলা এলাকায় বিআইডব্লিউটি এর উচ্ছেদ অভিযানের সময় এই ঘটনা ঘটেছে।

এলাকাবাসী জানায়, দুপুর ১টার দিকে ওই এলাকায় উচ্ছেদ অভিযান শুরু করে বিআইডব্লিউটিএ। এই অভিযান শুরু করার কিছুক্ষণ পরেই আসাদুজ্জামান তালুকদার নামে ওই ‍যুবক ঘটনাস্থলে গিয়ে কাজে বাধা দেওয়ার চেষ্টা করেন। এ সময় তিনি নিজেকে ছাত্রলীগ নেতা পরিচয় দিয়ে সেখানকার দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের সঙ্গে খারাপ ব্যবহার করতে শুরু করেন। তখন সরকারি কাজে বাধা দেওয়ায় উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে তাকে আটক করে পুলিশ।

এই বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের জানান, দুপুর একটার দিকে অভিযান শুরু করা হয়। এ সময় একজন যুবক এসে কাজে বাধা দেওয়ার চেষ্টা করেছিল। একই সাথে তিনি দায়িত্বপালনকারী কর্মকর্তাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন। তাই তাকে আটক করে রাখা হয়েছে।

অভিযান শেষে জিজ্ঞাসাবাদের পর এই বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলেও জানান এই নির্বাহী ম্যাজিস্ট্রেট।

Bootstrap Image Preview