Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আশাশুনি উপজেলা চেয়ারম্যানকে বহিষ্কারের দাবিতে ঝাড়ু মিছিল

রাহাত রাজা, সাতক্ষীরা প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:০৬ PM
আপডেট: ১৯ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:০৬ PM

bdmorning Image Preview


সাতক্ষীরার আশাশুনি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ'লীগের সভাপতি এবিএম মোস্তাকিমকে দল থেকে বহিষ্কারের দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও কুশপুত্তলিকা দাহ্য করা হয়েছে।

মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) সকালে খাজরা ইউনিয়ন আওয়ামী লীগের  উদ্যোগে তুয়ারডাঙ্গা মৎস্য সেট এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।  

সকালে বিক্ষোভ মিছিল আশাশুনির খাজরার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে তুয়ারডাঙ্গা  মৎস্য সেট এলাকায় প্রধান সড়ক দখলে নিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বীর মুক্তযোদ্ধা ইবাদুল মোল্যার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য হোসেন আলী, অনুপকুমার সানা, আরিফ বিল্লাহ, কবির হোসেনসহ আ'লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।  

বক্তারা বলেন, আশাশুনি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ'লীগের সভাপতি এবিএম মোস্তাকিমের পিতা ১৯৭১সালে পিচ কমিটির সদস্য ছিলেন। কারণে-অকারণে তিনি  আশাশুনি উপজেলা আ'লীগের সংগঠনিক সম্পাদক ও বার বার নির্বাচিত খাজরা ইউপি চেয়ারম্যন আলহাজ এস এম শাহনেওয়াজ ডালিম সম্পর্কে বিষোদগার ও কটূক্তি করে চলেছেন। যা দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে।

তার এ কার্যকলাপের তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়ে অবিলম্বে তাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অপরাধে দল থেকে বহিস্কারের জন্য জেলাসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করেন তারা।

মানববন্ধন শেষে কিছু সময় সড়ক অবরোধ করে চেয়ারম্যান মোস্তাকিমের কুশপুত্তলিকা দাহ্য ও আশাশুনিতে তাকে অবাঞ্চিত ঘোষণা করা হয়।   


 

Bootstrap Image Preview