Bootstrap Image Preview
ঢাকা, ০৮ বুধবার, মে ২০২৪ | ২৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নোবেল জয়ের পথে ডোনাল্ড ট্রাম্প!

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারী ২০১৯, ১০:৪৪ PM
আপডেট: ১৮ ফেব্রুয়ারী ২০১৯, ১০:৪৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে নোবেল পুরস্কারের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মনোনীত করেছেন। তবে যুক্তরাষ্ট্র সরকারের অনুরোধেই এই মনোনয়ন দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন জাপানি প্রধানমন্ত্রী।

রবিবার (১৭ ফেব্রুয়ারি) জাপানি সংবাদমাধ্যম অনুরোধের ভিত্তিতে ট্রাম্পকে নোবেলে মনোনয়ন দেওয়ার বিষয়টি তুলে ধরে।

এর আগে শুক্রবার (১৫ ফেব্রুয়ারি ) ট্রাম্প বলেন, উত্তর কোরিয়া নেতা কিম জং উনের সঙ্গে বৈঠকে বসার উদ্যোগ নেওয়ায় শিনজো আবে তাকে নোবেলে ভূষিত করার জন্য মনোনয়ন দিয়েছেন।

ট্রাম্প এও বলেন, পাঁচ পৃষ্ঠার মনোনয়নপত্রের একটি কপি আমার কাছে পাঠিয়েছেন জাপানি প্রধানমন্ত্রী।

জাপান সরকারের একটি সূত্র বলছে, ২০১৮ সালের জুনে সিঙ্গাপুরে কিমের সঙ্গে শীর্ষ পর্যায়ের বৈঠক শেষে যুক্তরাষ্ট্র জাপানের প্রধানমন্ত্রীকে ট্রাম্পকে শান্তিতে নোবেল দেওয়ার জন্য মনোনীত করতে অনুরোধ করেছিল।

এদিকে, নোবেল ফাউন্ডেশনের ওয়েবসাইট বলছে, কেবলমাত্র নির্দিষ্ট ব্যক্তি নোবেল পুরস্কারের জন্যে অন্যকে মনোনীত করতে পারবে। বিভিন্ন দেশের প্রধানও এর অন্তর্ভুক্ত।

ফাউন্ডেশনটির নিয়ম অনুযায়ী, মনোনয়ন প্রাপ্তদের মধ্যে যারা নোবেল পুরস্কারটি পাবেন না, তাদের নাম এবং অন্যান্য তথ্য পরবর্তী ৫০ বছরেও প্রকাশ করা যাবে না।

Bootstrap Image Preview