Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

উত্তেজনা তুঙ্গে, ভারতে নিযুক্ত পাক রাষ্ট্রদূতকে ইসলামাবাদে তলব

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:৩১ PM
আপডেট: ১৮ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:৩১ PM

bdmorning Image Preview
সংগৃহীত


ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলা ঘিরে প্রতিবেশি দুই দেশের চলমান উত্তেজনার মাঝে ভারতেনিযুক্ত হাই কমিশনারকে ইসলামাবাদে ডেকে পাঠিয়েছে পাকিস্তান।

আজ সোমবার (১৮ ফেব্রুয়ারি) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ ফয়সাল টুইটারে দেয়া এক বার্তার বরাত দিয়ে এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই ‍মুখপাত্র বলেছেন, ‘আমরা পরামর্শের জন্য ভারতেনিযুক্ত পাকিস্তানের হাই কমিশনারকে ডেকে পাঠিয়েছি।’ সোমবার সকালের দিকেই তিনি নয়াদিল্লি ত্যাগ করেছেন। এর মাঝেই সোমবার সকালের দিকে কাশ্মীরের একই জেলায় সংঘর্ষে ভারতীয় সেনাবাহিনীর একজন মেজর ও তিন সদস্যের প্রাণহানি ঘটেছে।

গত শুক্রবার ভারতেনিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার সোহাইল মাহমুদকে তলব করে পুলওয়ামায় জঙ্গি হামলার ঘটনায় কূটনৈতিক প্রতিবাদ জানায় নয়াদিল্লি। একই দিনে পাকিস্তানে নিযুক্ত ভারতের হাই কমিশনার অজয় বিসারিয়াকেও নয়াদিল্লিতে ডেকে পাঠায় ভারত।

সোমবার পুলওয়ামায় সেনাবাহিনীর এনকাউন্টারে গত বৃহস্পতিবারের হামলার মূলহোতা আব্দুল রশিদ গাজী ওরফে কামরান ওরফে আফগানি নিহত হয়েছে বলে দাবি করেছে ভারতীয় সেনাবাহিনী। পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মোহাম্মদের এই কমান্ডার ছাড়াও আরো এক জঙ্গি সেনা অভিযানে মারা গেছেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার ভারতীয় কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর গাড়ি বহরে জঙ্গি হামলায় ৪০ জনের বেশি সদস্যের প্রাণহানি ঘটে। এ নিয়ে দুই দেশের সম্পর্কে চরম উত্তেজনা শুরু হয়েছে।

Bootstrap Image Preview