Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জঙ্গি হামলার ঘটনায় ভারতকে দোষারোপ করলো পাকিস্তান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারী ২০১৯, ০২:৩১ PM
আপডেট: ১৮ ফেব্রুয়ারী ২০১৯, ০২:৩২ PM

bdmorning Image Preview


ভারত নিয়ন্ত্রীত জম্মু-কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে ভারত ও পাকিস্তানে। পুলওয়ামায় জঙ্গি হামলার জন্য ভারতের ঢিলেঢালা নিরাপত্তাকেই দায়ি করেছে পাকিস্তান। বৃহস্পতিবারের জঙ্গি হামলায় দায়ী ভারতে গোয়েন্দা ব্যর্থতা। ঢিলেঢালা নিরাপত্তার জন্য নয়াদিল্লির পুরো বিষয়টি খতিয়ে দেখা উচিত বলে মনে করে ইসলামাবাদ।

রবিবার (১৭ ফেব্রুয়ারি) এই মর্মেই বিবৃতি জারি করেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়াও দাবি করা হয়েছে, ভারতে জঙ্গি হামলা হলেই এই ভাবেই দোষারোপ করে নয়াদিল্লি। এটা তাদের পুরোন খেলা।

বৃহস্পতিবার রাতেও পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক  বিবৃতি জারি করা হয়েছে, যাতে লেখা ছিল ভারত তদন্ত না করেই বলে দিচ্ছে হামলার পেছনে রয়েছে পাক মদত৷ এনআইয়ে ও এনএসজি যাওয়ার আগে এটা কীভাবে সম্ভব?।

উল্লেখ্য, বৃহস্পতিবার বিকাল সাড়ে তিনটে নাগাদ পুলওয়ামার অবন্তীপোরায় সিআরপিএফের সেনা কনভয়ে হামলা চালায় জঙ্গিরা। সেনা বাসে ভয়াবহ বিস্ফোরণ ঘটানো হয়। এখন পর্যন্ত কমপক্ষে ৪৪ জওয়ানের শহিদের খবর মিলেছে। আহত অন্তত ৩৯ জওয়ান। 

এই ঘটনার দায় স্বীকার করেছে ‘আন্তর্জাতিক জঙ্গি’ মাসুদ আজহারের ‘জইশ-ই-মহম্মদ’ জঙ্গি সংগঠন। এই ঘটনায় নিন্দার ঝড় উঠেছে আন্তর্জাতিক মহলেও। পাকিস্তানকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। 

Bootstrap Image Preview