Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জীবননগরে পঙ্গু রাজ্জাক পেল চলার অবলম্বন হুইল চেয়ার  

মোঃ মিঠুন মাহমুদ, জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারী ২০১৯, ১১:৩৪ AM
আপডেট: ১৮ ফেব্রুয়ারী ২০১৯, ১১:৩৪ AM

bdmorning Image Preview


জীবননগর শহরের পোস্টঅফিসপাড়ার আব্দুর রাজ্জাক (৪৮) জটিল রোগে আক্রান্ত হওয়ার পর তার দু পা হারান। দরিদ্র রাজ্জাক খড়ির ব্যবসা করে কোন রকমভাবে তার সংসার চালিয়ে আসছেন। সংসার চালিয়ে নিজের চলাচলের জন্য একটি হুইল চেয়ার কেনার সামর্থ তার ছিলোনা। ফলে দিনভর বাড়ির সামনের দোকানে তাকে বসে থাকতে হতো। সেই পঙ্গু রাজ্জাকের সাহায্যে হাত বাড়িয়েছেন মহিলা কাউন্সিলর রিজিয়া খাতুন।

রবিবার (১৭ ফেব্রুয়ারি) তিনি তার নিজস্ব তহবিল হতে একটি হুইল চেয়ার কিনে পঙ্গু রাজ্জাকের হাতে তুলে দেন।

জানা যায়, জীবননগর পোষ্টঅফিসপাড়ার মৃত মতেহার হোসেনের ছেলে আব্দুর রাজ্জাক (৪৮) একজন বহুমূত্র রোগী। জটিল রোগে আক্রান্ত হন তিনি। বাঁচার জন্য তার শরীর থেকে দু পা বিচ্ছিন্ন করা হয়। চিরতরে পঙ্গুত্ব বরণ করেন রাজ্জাক। অসহায় রাজ্জাক সংসার চালাতে বাড়ির সামনে খড়ির ব্যবসা করে থাকেন। হুইল চেয়ার না থাকাই তিনি চলাচল করতে পারতেন না। চরম কষ্ট করতে হতো তাকে। একটি হুইল চেয়ার কেনার সামর্থও তার ছিলো না।

এ কথা জানতে পেয়ে সংশ্লিষ্ট ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদিকা রিজিয়া খাতুন সাহায্যে হাত বাড়ান। তিনি তার ভাতার টাকা দিয়ে একটি হুইল চেয়ার কিনে রাজ্জাকের হাতে তুলে দেন। চেয়ার তুলে দেওয়াকালে যুবলীগ নেতা আমিন উদ্দিন আমিন ও শামীম আজাদ প্রমূখ এসময় উপস্থিত ছিলেন। 
 

Bootstrap Image Preview