Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাতে সাইকেল চালিয়ে বাংলাদেশে ২০ তরুণ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারী ২০১৯, ০৭:৪৮ PM
আপডেট: ১৭ ফেব্রুয়ারী ২০১৯, ০৭:৪৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত


বাংলা কখানো হয়না ভাগ ..... বাংলা ভাষায় আমরা এক....’ এই প্রতিপাদ্যে ভারতের কলকাতার হানডেড মাইলস নামে একটি পর্যটন সংগঠন ‘ভাষাসূত্র’ কর্মসূচির ব্যানারে ২০ সাইক্লিস্টসহ ২১ জন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন।

আজ রবিবার বিকেলে টুঙ্গিপাড়া পৌঁছে বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীর পাশে কিছুক্ষণ নিরবে দাড়িয়ে থাকার পর তারা ঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করেন।

এরপর ওই ব্যক্তিরা টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু ভবনে প্রবেশ করেন। সেখানে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে তারা স্বাক্ষর করেন। সাইক্লিস্টরা বঙ্গবন্ধু সমাধিসৌধের মিউজিয়াম, পাবলিকপ্লাজা, ওপেন থিয়েটার, খোলা চত্বর, বকুলতলা চত্বর, ক্যাফেটোরিয়া সহ বিভিন্ন স্থান ঘুরে দেখেন।

হানডেড মাইলস পর্যটনের ব্যবস্থাপক সুদীপ্ত পাল বলেন, ভারতবর্ষ স্বাধীন করেছেন নেতাজী সুভাষ চন্দ্র বোস। বাংলাদেশ স্বাধীন করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দু’ দেশর স্থপতিই হচ্ছেন দু’ বীর বাঙ্গালি। ২০১৮ সালে নেতাজীর আজাদ হিন্দ বাহিনী গঠনের ৭৫ বছর পূর্ণ হয়েছে। আগামী বছর বঙ্গবন্ধুর জম্মশত বার্ষিকী হচ্ছে। তাই দু’ নেতার প্রতি শ্রদ্ধা জানাতে আমরা সপ্তম ভাষাসূত্রর ব্যনারে ১৪ ফেব্রুয়ারি কলকাতা নেতাজী ভবন থেকে নেতাজির প্রতি শ্রদ্ধা নিবেদন করে সাইকেলে ২০ জন সহ আমি রওনা হই।

তিনি বলেন, ওই রাতে আমরা ভারতে সুন্দর গ্রামে রাত্রিযাপন করি। পরের দিন ঘোজাডাঙ্গা-ভোমড়া বর্ডার ক্রস করে সাতক্ষীরায় অবস্থান করি। ১৬ ফেব্রুয়ারি যশোরের সাগরদাড়ি মহা কবি মাইকেল মধু সূধন দত্তের বাড়ি ঘুরে রাতে খুলনা পৌঁছে রাত কাটাই। রোববার সকালে খুলনা থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা দেই। বিকেলে টুঙ্গিপাড়া পৌঁছাই। আমরা রাতে টুঙ্গিপাড়া থাকব। সকালে ভাঙ্গার উদ্দেশ্যে রওনা দেব। ১৯ ফেব্রুয়ারী রাতে আমরা ভাঙ্গা অবস্থান করব। ২০ ফেব্রুয়ারি ঢাকা পৌঁছানোর পর আরো ১০ জন আমাদের সাথে যোগ দেবে।

সুদীপ্ত পাল বলেন, আমরা ৩১ সদস্য এ দিন ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবো। ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবসে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবো। এর মধ্য দিয়েই আমাদের ‘ভাষাসূত্র’ কর্মসূচির সমাপ্তি ঘটবে। এর আগে আমরা ৬ বার ‘ভাষাসূত্র’ কর্মসূচী করেছি। ওই ৬ বারই সাইকেলে করে ভারত থেকে বাংলাদেশে এসেছি।

সাইকেল টিমের দলপতি সরজিৎ রায় বলেন, ভাষায় এপার বাংলা ও ওপার বাংলা এক। দু’ বাংলার মানুষের ভাষা, সংস্কৃতিতে হুবহু মিল রয়েছে। দু’ অঞ্চলের মানুষের মধ্যেই মমত্ববোধ রয়েছে। বাংলাদেশে এসে আমরা বারবার অভিভূত হই। তাই আমরা দু’ দেশকে আলাদা দেখি না।

Bootstrap Image Preview