Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চুয়াডাঙ্গায় বিপুল পরিমাণ ফেনসিডিল ও গাঁজা আটক

শামসুজ্জোহা পলাশ, চুয়াডাঙ্গা প্রতিনিধি:
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:২৬ PM
আপডেট: ১৭ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:২৬ PM

bdmorning Image Preview


চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ৩৬০ বোতল ফেনসিডিল ও ২ কেজি গাঁজা আটক করেছে চুয়াডাঙ্গা-৬ বিজিবি।

রবিবার (আজ ১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী পৃথক দু’টি মাঠে পৃথক অভিযান চালিয়ে বিজিবি সদস্য এসব মাদক আটক করে।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি’র পরিচালক মোঃ ইমাম হাসান জানান, গোপন সূত্রে সংবাদ পেয়ে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা আইসিপির টহল কমান্ডার হাবিলদার মোঃ ইকবাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালায়। চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার অন্তর্গত জয়নগর গ্রামের বিএসপি মাঠ নামক স্থানে অভিযান চালানো হয়।

এ সময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা ৩৬০ বোতল ভারতীয় ফেনসিডিল ফেলে পালিয়ে যায়। মাদক পাচারকারীদের ফেলে যাওয়া ৩৬০ বোতণ ফেনসিডিল বিজিবি পরিত্যাক্ত অবস্থায় আটক করতে সক্ষম হয়। যার আনুমানিক মূল্য ১ লাখ ৪৪ হাজার টাকা।

অপরদিকে, প্রায় একই সময়ে অত্র বিজিবি’র পৃথক আরেকটা দল একই উপজেরার ছোটবলদিয়া গ্রামের সেগুনবাগান নামক স্থান হতে ২ কেজি ভারতীয় গাঁজা আটক করতে সক্ষম হয়। যার আনুমানিক মূল্য ৭ হাজার টাকা মাত্র।

বিজিবি পরিচালক আরও জানান, আটককৃত এসব মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে জমা দেওয়া হয়েছে।

Bootstrap Image Preview