Bootstrap Image Preview
ঢাকা, ০১ বুধবার, মে ২০২৪ | ১৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পেকুয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

রিদুয়ান হাফিজ (চকরিয়া-পেকুয়া) প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারী ২০১৯, ০৪:৫৯ PM
আপডেট: ১৭ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:২০ PM

bdmorning Image Preview


কক্সবাজারের পেকুয়ার বাঘগুজরা স্টেশনে সিমেন্ট পরিবহনকারী চলন্ত ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক বাহার উদ্দিন (৪০) নিহত হয়েছেন। আহত হয়েছেন মোটরসাইকেলের অপর আরোহি রিয়াজুল ইসলাম (৫৬)।

রবিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় সদর বাঘগুজরা স্টেশনে দুর্ঘটনাটি ঘটে। নিহত বাহার উদ্দিন সাতকানিয়া ঘারাগিংয়া এলাকার মাওলানা আকবর আহমদের পুত্র। আহত ব্যক্তিও একই এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী মোজাম্মেল নামের একজন জানান, মোটরসাইকেল আরোহি দুই জন রাস্তার পাশে দাঁড়িয়ে কথা বলছিলেন। ওই সময় সিমেন্ট পরিবহনকারী দ্রুতগতির একটি ট্রাক তাদের পেছন থেকে ধাক্কা দিলে চালক বাহার উদ্দিন ঘটনাস্থলে নিহত হয়। অপর এক জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

নিহতের আত্বীয় জানান, মোটরসাইকেল আরোহী দুই জন লবন ব্যবসায় জড়িত। দুর্ঘটনার দিন মগনামায় লবন দেখার জন্য আসছিলেন। পেকুয়া থানা পুলিশ ঘাতক ট্রাকটি জব্দ করলেও চালক পালিয়ে যায়।

থানার এসআই সুমন সরকার বলেন, লাশটি উদ্ধার করা হয়েছে আর আহতকে হাসপাতালে পাঠানো হয়েছে। গাড়িটিকে জব্দ করা হয়েছে। ভুক্তভোগী পরিবার অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Bootstrap Image Preview