Bootstrap Image Preview
ঢাকা, ০৮ বুধবার, মে ২০২৪ | ২৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভারতে আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছেন কাশ্মীরি শিক্ষার্থীরা!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারী ২০১৯, ১১:২০ AM
আপডেট: ১৭ ফেব্রুয়ারী ২০১৯, ১১:২৯ AM

bdmorning Image Preview


কাশ্মীরের পুলওয়ামার জঙ্গি হামলার রোষ আছড়ে পড়েছে কাশ্মীরি শিক্ষার্থীদের একাংশের উপর। আতঙ্কে নিরাপত্তাহীনতায় ভুগছেন কাশ্মীরি শিক্ষার্থীরা।

শনিবার নানা প্রান্ত থেকে কাশ্মীরি শিক্ষার্থীরা তাদের প্রতি হেনস্থা ও দুর্ব্যবহারের অভিযোগ এনেছেন। উত্তরাখণ্ডের দেরাদুনে একদল কাশ্মীরি পড়ুয়াকে বাড়ি খালি করে দেওয়ার নির্দেশ দিয়েছেন বাড়ির মালিক। সম্পত্তি নষ্ট হতে পারে এই আশঙ্কায় কাশ্মীরি পড়ুয়াদের বাড়ি খালি করার নির্দেশ দেওয়া হয়েছে।

খবরটি ছড়িয়ে পড়তেই দেরাদুন পুলিশের পক্ষে কাশ্মীরি পড়ুয়াদের সব রকম সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে। চালু করা হয়েছে হেল্পলাইন নম্বরও। অসুবিধায় পড়লে ফোন করলেই মিলবে সাহায্য।

এদিকে,কাশ্মীরি পড়ুয়াদের উপর হেনস্থার অভিযোগ যেমন সামনে এসেছে তেমনই তাদের বিরুদ্ধে অশান্তি ছড়ানোর অভিযোগও উঠেছে। যেমন পুলওয়ামার আত্মঘাতী হামলাকে সমর্থন জানিয়ে হোয়াটসঅ্যাপে এসএমএস করাকে কেন্দ্র করে শুক্রবার উত্তপ্ত হয়ে ওঠে দেরাদুন।

কিছু ডানপন্থী সংগঠন বিশ্ববিদ্যালয় ঘেরাও করে অভিযুক্ত কাশ্মীরি পড়ুয়াকে গ্রেফতারের দাবি জানান। অভিযোগের পরই ওই পড়ুয়াকে বিশ্ববিদ্যালয় থেকে সাসপেন্ড করা হয়েছে।

অপরদিকে বেঙ্গালুরুতে পুলওয়ামার হামলাকে ‘আসল সার্জিক্যাল স্ট্রাইক’ বলে মন্তব্যের জেরে এক কাশ্মীরি যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে।

Bootstrap Image Preview