Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কুষ্টিয়ায় গাঁজা সেবনের দায়ে কাউন্সিলরের দুই বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:৫৪ PM
আপডেট: ১৬ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:৫৪ PM

bdmorning Image Preview


কুষ্টিয়ায় গাঁজা সেবনের দায়ে পৌরসভার ১ নং ওয়ার্ড কাউন্সিলর ও সাবেক ছাত্রদল নেতা রবিউল ইসলামকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার দুপুর ১টার দিকে কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন চৌধুরী এ দণ্ডাদেশ দেন।

জানা যায়, ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটক রবিউল ইসলামকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানা পুলিশের এসআই কাজী মেহেদী হাসান জানান, শহরের বড় রেলস্টেশন এলাকা থেকে গাঁজা সেবনকালে কাউন্সিলর রবিউল ইসলামকে আটক করা হয়। এ সময় তার কাছে বেশ কিছু গাঁজাও পাওয়া যায়। পরে সেখানে ভ্রাম্যামাণ আদালত বসিয়ে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রবিউল ইসলামকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়।

Bootstrap Image Preview