Bootstrap Image Preview
ঢাকা, ৩০ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সুনামগঞ্জ সীমান্তে ভারতীয় নাগরিক আটক

হাবিব সরোয়ার আজাদ, সিলেট প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারী ২০১৯, ০২:১১ PM
আপডেট: ১৬ ফেব্রুয়ারী ২০১৯, ০২:১১ PM

bdmorning Image Preview


সুনামগঞ্জ সীমান্তে তন্ময় সামন্ত (২৫) নামের এক ভারতীয় নাগরিককে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত পৌণে ১টার দিকে আটককৃত ভারতীয় ওই নাগরিককে বিজিবি সুনামগঞ্জ সদর মডেল থানায় সোপর্দ করেছে। 

এর আগে রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার বানগাঁও গ্রামের নাজমিন নামের এক মহিলার বাড়ি থেকে ওই ভারতীয়কে আটক করা হয়।

তন্ময় সামন্ত নামের ওই ভারতীয় নাগরিক ভারতের উওর চব্বিশ পরগনা জেলার আমডাঙ্গা থানার মীরহাটি গ্রামের নিত্যানন্দ সামন্তর ছেলে।

২৮-বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ বিজিবি সুনামঞ্জ হেডকোয়ার্টার সূত্রে জানা যায়, ব্যাটালিয়নের সুনামগঞ্জ সদর উপজেলার বনগাঁও বিওপির বিজিবির একটি টহল দল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে বনগাঁও গ্রামের নাজমিন নামের এক মহিলার বাড়ি থেকে ভারতীয় নাগরিক তন্ময় সামন্তকে আটক করে।

বিজিবির অভিযানের খবর পেয়ে নাজমিন ও তার পরিবারের সদস্যরা রাতেই বাড়ি থেকে আত্মগোপনে চলে যায়।

বিজিবি অধিনায়ক লে. কর্ণেল মাকসুদুল আলম জানান, বিজিবির জিজ্ঞাসাবাদে আটককৃত ভারতীয় নাগরিক জানায় সে বেনাপোল সীমান্ত দিয়ে দালালদের মাধ্যমে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশ করে সুনামগঞ্জের বগগাঁও এ চলে আসে।

বিজিবি অধিনায়ক আরো বলেন, রাতেই আটককৃত ভারতীয় নাগরিককে সুনামগঞ্জ সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে। কী কারণে সে অবৈধ অনুপ্রবেশের পর সুনামগঞ্জ বনগাঁও'র নাজমিনের বাড়িতে এসে আশ্রয় নেয় সে বিষয়টিও থানা পুলিশের তদন্তকারী অফিসার খতিয়ে দেখবেন।

সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি(তদন্ত) আবদুল্লাহ আল মামুন জানান, বিজিবির পক্ষ থেকে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা দায়েরের পর শনিবার (১৬ ফেব্রুয়ারি) ওই ভারতীয় নাগরিককে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।  

 

Bootstrap Image Preview