Bootstrap Image Preview
ঢাকা, ৩০ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সিলেট সীমান্তে ৩০টি চোরাই গরু উদ্ধার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারী ২০১৯, ১২:৫২ PM
আপডেট: ১৬ ফেব্রুয়ারী ২০১৯, ১২:৫২ PM

bdmorning Image Preview


সিলেটের গোয়াইনঘাট সীমান্তে ভারত থেকে বাংলাদেশে প্রবেশকালে ৩০টি গরু উদ্ধার করা হয়েছে। 

শনিবার (১৬ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার বিছনাকান্দি সীমান্তের ইসলামাবাদ এলাকা থেকে গরুগুলো উদ্ধার করে বর্ডার গার্ড বাংলাদেশ-৪৮ (বিজিবি) ব্যাটালিয়ন বিছনাকান্দি সীমান্ত ফাঁড়ির জওয়ানরা।

টহল কমাণ্ডার নায়েব সুবেদার জাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ইসলামাবাদ এলাকায় অভিযান চালানো হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানীরা পালিয়ে গেলে ৩০টি গরু উদ্ধার করতে সক্ষম হই।

তিনি আরও বলেন, সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবি সতর্ক অবস্থায় রয়েছে।

Bootstrap Image Preview